Forums.Likebd.Com
একজন সফল আইটি বিশেষজ্ঞের গল্প... - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: ভালোবাসার গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=45)
+---- Thread: একজন সফল আইটি বিশেষজ্ঞের গল্প... (/showthread.php?tid=2024)



একজন সফল আইটি বিশেষজ্ঞের গল্প... - Maghanath Das - 02-21-2017

প্রাইমারিতে দুইবার ফেল! মাধ্যমিকে তিনবার ফেল!
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনবার ফেল! চাকরির জন্য
পরিক্ষা দিয়ে ৩০ বার ব্যর্থ হয়েছি আমি!চীনে যখন কেএফসি
আসে তখন ২৪ জন চাকরির জন্য আবেদন করে৷ এর মধ্যে ২৩
জনের চাকরি হয়৷ শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই
ব্যক্তিটি আমি!
.
এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচ জন আবেদন করেছে
তন্মধ্যেচার জনের চাকরি হয়েছে বাদ পড়েছি শুধুই আমি!
প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি৷ হার্ভার্ড
বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০ বার আবেদন করে ১০বারই
প্রত্যাখ্যাত হয়েছি!এতক্ষণ যার কথা বলেছি তিনি হলেন
পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলি বাবা
ডট কমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা৷ তার জন্ম
চীনের জিজিয়াং প্রদেশে৷
.
ফোবর্স ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ৩৩ তম ধনী
ব্যাক্তি৷তার মোট সম্পদের পরিমাণ ২১ দশমিক ৬ বিলিয়ন
ডলার৷ জ্যাক মার জীবনে এতবার ব্যার্থ হওয়ার পরও বড়
হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দু মাত্র পিছপা
হননি৷ অবিরাম চেষ্টা চালিয়ে তিনি আজকের অবস্থানে
এসেছেন৷ যেই জ্যাক মা চাকরির জন্য ৩০ বার প্রত্যাখ্যাত
হয়েছিলেন সেই জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবা ডটকম চীনে
নতুন করে ১৪ মিলিয়ন চাকরি তৈরি করেছে!জ্যাক মা যখন
আলিবাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলত৷ টাইম
ম্যাগাজিনে জ্যাক মা কে পাগল জ্যাক বলে অভিহিত করে ছিল৷
কিন্তু জ্যাক মা আশাহত হননি৷ তিনি চলেছেন আপন গতিতেই৷
.
আমাদের মত যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময়৷ আর সেই
সময়কে কাজে লাগিয়ে আমরাও হতে পারি পৃথিবী বাসির কাছে
অনুসরণীয় ব্যাক্তি৷ নিজেকে উদাহরণের প্রতীক হিসেবে গড়ে
তুলতে পারি৷পরিশেষে জ্যাক মার একটি বিখ্যাত উক্তি দিয়ে
শেষ করতে চাই৷
তিনি বলেছিলেন....
"যে যার জন্য পাগল হয়, সে তাকেই পায়,আমাদের মনে হয়
পাগল হওয়াই ভাল৷ পাগল কিন্তু নির্বোধ নয়"
জ্যাক মা:......
@-ভালো লাগলে শেয়ার করতে পারেন-@