Forums.Likebd.Com
এটি একটি সহজ ধাধা-- - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: শিক্ষনীয় গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=47)
+---- Thread: এটি একটি সহজ ধাধা-- (/showthread.php?tid=2063)



এটি একটি সহজ ধাধা-- - Maghanath Das - 02-21-2017

তারা তিন বন্ধু, একদিন তারা সবাই মিলে আম চুরি করে
খাবে,তো সময় সুযোগ বুঝে তারা গেল এক বাড়ীতে এর
পর তারা বেশ কয়েকটি আম পারল এবং এর মধ্যেই বাড়ীর
মালিক টের পেল যে তার গাছের আম চুরি হচ্ছে তাই তিনি
জোরে ডাক দিতেই তিন বন্ধু পালিয়ে তিন দিকে চলে
যায়। কিছুক্ষণ পর ১ম বন্ধু আম বাগানে আসে এবং দেখে
তারা যে আম গুলো ছিড়ে ছিল তা গাছের নিচে ছড়িয়ে
ছিটিয়ে আছে।সে এগুলো কুড়িয়ে প্রথমে ৩ ভাগে ভাগ
করল তারপর সে এক ভাগ নিয়ে চলে গেল। এর কিছুক্ষণ
পর ২য় বন্ধু এসে দেখল বাগানে ২ ভাগ আম পড়ে আছে
তাই সে ওই ২ ভাগ আমকে ৩ ভাগে ভাগ করল এতে ১টি
আম অবশিষ্ট থাকে তাই সে তার ভাগের ১ভাগ এবং
অবশিষ্ট ১টি আম নিয়ে গেল। এরপর ৩য় বন্ধু এসে দেখল
বাগানে ২ ভাগ আমপড়ে আছে এবং সে পুরো ২ভাগ আমই
নিয়ে গেল।
ব্যস……..পরদিন বিকেলে তারা তাদের আমের ঘটনাটি
একে অপরকে খুলে বলে এবং হিসেব করে দেখল যে তারা
সবাই এক সমান আম পেয়েছে! একটিও কম বা বেশী নেই
এবং কোন আম কাটতে বা ভাংতে হয় নাই।একেবারে
সমানে সমান।
এটা কিভাবে সম্ভব?