Forums.Likebd.Com
গল্প=মোবাইল - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: শিক্ষনীয় গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=47)
+---- Thread: গল্প=মোবাইল (/showthread.php?tid=2143)



গল্প=মোবাইল - Hasan - 02-22-2017

গল্প=মোবাইল
__________________
বোন= আম্মু পাশের বাসার আপু কি সুন্দর একটা মোবাইল কিনছেন।
আমাকে ওইরকম মোবাইল কিনে দিতে হবে বলে দিলাম।
*
*
মা= তোর বাবা কি আমেরিকা থাকে যে তোকে ওইরকম মোবাইল কিনে দিতে হবে।
আইছে কোথায় থেকে মোবাইল আবদার করতে। এমনি রাতে কি রান্না করমু মাথায় আইতাছে না।
আর তাইকে মোবাইল কিনে দিতে হবে।
যা এখান থেকে।
*
*
বোন= হে আমি যামু হই তো।আমাকে কোনো কিছু কোন দিন আমার চাওয়া মতো কিনে দিছ বলতে পারবা মা।
*
*
মা= তাইলে শুনি কে তোমাকে এতো কিছু কিনে দেয়।এতো কাপড়, এতো সাজবার জিনিস, কলেজের পড়ার খরছ কে দেয়।
হে কে দেয়।
*
*
বোন=আমাকে ওইরকম মোবাইল কিনে না দিলে আমি আর কলেজ যামু না।
বলে দিলাম মা।
*
*
মা= ওই তুই আমাকে এসে বলিস কেন।
তোর বাবাকে গিয়ে বল।
আমার কাছে মোবাইল চাইবে না।
*
*
বোন= আব্বুকে তুমি বলিও।
মা= আমি পারব না।
<>
<>
<>
<>
আব্বু= কোথায় তোরা রে খেতে আয়।
দেখ আমি কি এনেছি।
তামিম বাবা তুই কোথায়?
মুমু (বোন) তুই কোথায় দেখে যা কি এনেছি আমি তোদের জন্য।
*
*
আম্মু= ও গো তামিম তো বাসায় আসে নি এখনও।
আর মুমু দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে।
*
*
আব্বু= এখন কিসের ঘুম।
মাএ ৯ টা বাজে।
*
*
আম্মু= আমি কি জানি তোমার মেয়েকে জিজ্ঞাস কর গিয়ে।
আদরের মেয়ে একটা হয়েছে।
কালি আবদার আর আবদার।
মোবাইল কিনে দিতে হবে তোমার মেয়েকে।
*
*
আব্বু= কেন মুমুর মোবাইল নেই।
*
*
আম্মু= আছে তো।
ঢং আর ঢং।
*
*
আব্বু= কোন মোবাইল কিনে দিতে পারব না।
বলে দিও তোমার মেয়েকে।
<>
<>
<>
<>
তামিম= ও আম্মু তুমি কোথায়।
খেতে দেও।
খিদা লাগছে তো।
*
*
আম্মু= বাবা তুই কোথায় ছিলে সারাদিন।
*
*
তামিম= এক বন্ধুর বাসায় গিয়েছিলাম।
কেন মা?
*
*
আম্মু= আরে বাবা তোর আদরের বোন সারাদিন দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে।
কিছুই খাওয়া দাওয়া করে নি।
*
*
তামিম= কি বল মা এসব।
কেন?
*
*
আম্মু= তাকে মোবাইল কিনে দিতে হবে।
*
*
তামিম=আচ্ছা আম্মু আমি দেখতাছি।
<>
<>
<>
<>
তামিম=মুমু আপু এই মুমু আপু দরজা টা খুলেন তো। (আদর করে ডাকলাম)
*
*
মুমু= আমি পারব না।
(কেঁদে কেঁদে)
*
*
তামিম= কেন?
কি হয়েছে?
আর দরজা টা খুল।
*
*
মুমু= আম্মুও আব্বুও আমাকে আদর করেন না।
আমাকে কিছু কিনে দেন না।
আমি দরজা খুলব না।
*
*
তামিম= আচ্ছা বাবা কি হয়েছে?
তা তো দরজা খুলে আমাকে বলবি।
*
*
মুমু= ভাইয়া পাশের বাসার আপু কি সুন্দর মোবাইল ফোন কিনছেন আমাকে ওইরকম মোবাইল কিনে দিতে হবে। (দরজা খুলে এসে)
*
*
তামিম=আচ্ছা ঠিক আছে আমি কিনে দিমু।
তুই এবার খেতে চল।
*
*
মুমু= দিবে তো।
*
*
তামিম= হা দিমু।
এবার খেতে চল।
<>
<>
<>
<>
৭ দিন পর
মুমু=এই বাড়িতে আমার কেউ আপন নয়।
আমাকে কেউ আদর করে না।আমার কি লাগে না লাগে কেউ খোঁজখবর রাখে না।
(কেঁদে কেঁদে)
*
*
আম্মু= কি রে কাঁদিস কেন?
কেউ কিছু বলছে?
*
*
মুমু= তুমি আমার সাথে কথা বলবে না
। তোমরা আমার কেউ না।
*
*
তামিম ও বাবা একসাথে = তাইলে আমরা কে রে তোর?
*
*
মুমু=.............(কোন শব্দ না করে চোখের পানি মুছে)
আব্বু = তামিমের মা তামিমের জন্য নতুন একটা নতুন মোবাইল কিনে এনেছি।
দেখতো সুন্দর কিনা?
*
*
আম্মু= আরে খুব সুন্দর তো।
*
*
মুমু= ব্যাএএএ ব্যাএএএ।
আমি এই বাড়ির কেউ না। আমাকে কেউ কিছু কিনে এনে দেয় না।
*
*
তামিম= আরে পাগলি এই টা তোর মোবাইল।
নে তোর মোবাইল।
*
*
মুমু= সত্যি ভাইয়া।
*
*
আব্বু ও আম্মু= হা রে মা তোর মোবাইল।
তুই ওই তো আমাদের সব।
*
*
তামিম=খুশিতো এবার।
*
*
মুমু=হুম।
লেখক ও আইডি= গল্পের লেখক তামিম আহমেদ