Forums.Likebd.Com
সম্পর্কের মাঝে কম্প্রোমাইজ থাকতে হয় - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: জীবনের গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=44)
+---- Thread: সম্পর্কের মাঝে কম্প্রোমাইজ থাকতে হয় (/showthread.php?tid=2164)



সম্পর্কের মাঝে কম্প্রোমাইজ থাকতে হয় - Hasan - 02-22-2017

সম্পর্কের মাঝে কম্প্রোমাইজ থাকতে হয়। যখন মানুষটা কোনো বিষয় নিয়ে জেদ ধরে থাকে তখন সেখানে কম্প্রোমাইজ তৈরি করতে হয়। সবকিছুর একচেটিয়া জাস্টিফাই করলে হয়না।
সম্পর্ক হারায় মানুষ গুলো জিতে যায় নাকি মানুষ গুলো হারায় সম্পর্কটা জিতে যায়?
‘কেমন আছ’ প্রশ্নটা একসময় আর জিজ্ঞেস করা হয়না। উত্তর একটাই আসে ‘ভালো আছি’
একসময় ভালো থাকাটাই থেকে যায়। ভালো নেই এর গল্পটা কেউ জানেনা।
এরপর আর কী? আর কিছুনা। কম্প্রোমাইজ না থাকলে সম্পর্কটাই আর কিছুনা।
দুজনের আইডিতেই সবুজ বাতি জ্বলে কিন্তু কেউ কাউকে আর নক দেয়া হয়না।
ম্যাসেজ অপশনের সবার উপরে থাকা নামটা একটু একটু করে নীচে নেমে যায় একদিন আর খুঁজে পাওয়া যায়না।
দুজনেই মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলে যায় কিন্তু একে অপরকে আর ফোন দেয়া হয়না।
ডায়াল লিস্টের প্রথমে থাকা নাম্বারটা একটু একটু করে চোখ ফসকে একদিন হারিয়ে যায়। কোনো সংকেত পাওয়া যায়না।
একটু একটু করে ‘কেমন আছ’ কথাটা আর জিজ্ঞেস করা হয়না।
মাসখানেক পর হঠাৎ ক্ষণিক মনে পড়ে যায়। মন আছে বলেই মনে পড়বে। কিন্তু মানুষটাকে আর আগের মতো অনুভব করা যায়না।
চোরাবালিতে দাঁড়ালে যেমন একটু একটু করে তলিয়ে যেতে হয়।
দিব্যি চলে যায় সময়। দিনের পর দিন। রাতের পর রাত।
জেদটা ঠিকি থেকে যায়। শুধু মানুষটা থাকেনা। একটু একটু করে মানুষটা একদিন তলিয়ে যায় অতলে।
সম্পর্কের মাঝে একচেটিয়া জেদ ধরলে দুজন মানুষই জিতে যায়। একটু একটু করে হেরে যায় শুধু সম্পর্কটা।
একটু একটু......করে...!
writer: Aarohi Hasan