Forums.Likebd.Com
সাধারণত মেয়েরা কাউকে প্রচণ্ড ভাল লাগলেও - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: জীবনের গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=44)
+---- Thread: সাধারণত মেয়েরা কাউকে প্রচণ্ড ভাল লাগলেও (/showthread.php?tid=2165)



সাধারণত মেয়েরা কাউকে প্রচণ্ড ভাল লাগলেও - Hasan - 02-22-2017

সাধারণত মেয়েরা কাউকে প্রচণ্ড ভাল লাগলেও হুট করে প্রিয় মানুষটির প্রতি তার ‘ভালবাসার’ কথা প্রকাশ করতে পারেনা। মেয়েরা এক্সপ্রেশন টাইপের হয়না। ইনিয়ে বিনিয়ে তোমাকে বুঝাবে কতটুকু ভালবাসে। তার ভালবাসা তোমাকে নির্ণয় করে নিতে হবে। তার অপ্রকাশিত অনুভূতিগুলো থাকবে সবসময় তোমার সাথে কথোপকথনের মধ্যে সংমিশ্রিতভাবে।
সত্যিকারের ভালবাসাগুলো কখনো হুট করে হয়না। হুট করে যেসব ভালবাসা হয় সেগুলোতে কখনওই সত্যিকারের ভালবাসা থাকেনা। যেটা থাকে সেটা হল তোমার শরীরের প্রতি তার একধরণের আকর্ষণ।
কিছু মানুষ আছে দেখবে যখন তোমাকে দেখার দু-চারদিনের মধ্যে প্রপোজ করে বসে এজাতীয় ভালোবাসা গুলোর অধিকাংশই দু-চারবছর পাড় হবার বহু আগেই একে অপরের অনুপস্থিত হয়ে যায়।
আমি এমন একটা ছেলেকে চিনি যার একটা মেয়েকে প্রচণ্ড রকমের ভাল লাগে কিন্তু আজ দুইবছর সে ছেলে এখন পর্যন্ত মেয়েটিকে ‘ভালবাসি’ এই কথাটা বলতে পারেনি। ‘ভালবাসা’ চার অক্ষরের ছোট একটি শব্দ কিন্তু এটা বলতে গেলে তার হৃদপিন্ডে কাঁপুনি উঠে যায়। মেয়েটি আসতেছে এমন সময় বলতে যাবে ঠিক তখনি তার বুক ধক করে উঠে। পিছুটান নেয়।
মেয়েটি কলেজে যাওয়ার প্রায় সময় রাস্তায় দাঁড়িয়ে থাকে তাকে একটু দেখতে। আজ নাহয় কাল। কাল নাহয় পরশু। এইভাবে বলতে বলতে এখন পর্যন্ত মেয়েটির প্রতি তার ভালবাসা অব্যক্ত।
আসলে এখানে সত্যিকারের ভালবাসা থাকে তাইতো এতো ভয় মেয়েটি যদি উল্টাপাল্টা কিছু বলে দেয়। তখন সে মেয়েটির কাছে নেগেটিভে আখ্যা পাবে। তাকে পাবার আশা হারিয়ে ফেলতে হবে।
কিছু মেয়ে আছে দেখবে যখন তারা কোনো বড়লোক ছেলের প্রপোজ পেয়ে থাকে তখন অন্যদশ জনের মতো আর থাকেনা। কেমন যেন মনে অহংকারবোধ জন্ম নেয়। সবকিছুতেই পরিবর্তন। পরিবর্তন থাকে জলমগ্ন ভালোবাসার মধ্যেও। এ জাতীয় কিছু মেয়ে একটা সময়ে এসে রুমের দরজা-জানালা বন্ধ করে স্লিপিং পিলস খেয়ে দিব্যি ঘুম দেয়।
কোনো বড়লোকের ছেলে তোমাকে প্রপোজ করছে। বা নামীদামী কোনো লাটবাহাদুরের ছেলে তোমাকে প্রপোজ করছে। তাই বলে ভেবোনা তুমিও লাট বাহাদুরি হয়ে গেছো। অথবা তোমার রূপ অঙ্গ দেহগঠন এসব নিয়ে অহংকার করতেছো। তবে একটা কথা বলি, তুমি আজ যার কাছ থেকে প্রপোজ পেয়ে আনন্দে দিশেহারা হয়ে গেলে হতে পারে তুমি সেই নামীদামী ছেলের একমাত্র বাণিজ্য।
writer: Aarohi Hasan (নিষিদ্ধ পল্লীর মনার সঙ্গী)