গল্প - ১% যোগ্যতা ! - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14) +---- Forum: জীবনের গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=44) +---- Thread: গল্প - ১% যোগ্যতা ! (/showthread.php?tid=2170) |
গল্প - ১% যোগ্যতা ! - Hasan - 02-22-2017 গল্প - ১% যোগ্যতা ! . লেখক - আব্দুল্লাহ আল মামুন(Ronger Pagol) . যদি তোমার আমার বিয়ে না হতো তবে কি হতো ? ছাদে বসে ছিলাম আমি আর অরিত্রা । কথার মাঝে হঠাত্ করেই এই প্রশ্নটা করে বসলো মেয়েটা । করে অধীর আগ্রহে আমার দিকে চেয়ে আছে মেয়েটা । উত্তরটা কেমন হওয়া উচিত্ তা বুঝতে পারছি না । তাই ফান করে উত্তর দিলাম আমার পাশে অন্য মেয়ে আর তোমার পাশে অন্য ছেলে থাকতো ! চাঁদের আলোয় আমি ঠিক বুঝতে পারলাম ওর চোখে অজস্র মুক্তা চিক চিক করছে কিন্তু সেটা উত্তর সঠিক হওয়ার জন্য কিনা তা বুঝতে পারলাম না । . ও যে টাইপ মেয়ে এই উত্তর শোনার পর ওর আমায় মারার কথা কিন্তু তা না করে কাঁদার প্রস্তুতি নিচ্ছে দেখে অবাক হয়ে প্রশ্ন করে বসলাম - আমি - এই উত্তরটা পছন্দ হলো তোমার ?!! অরিত্রা - ভালোবাস তো ? আমি - মানে ! অরিত্রা - আমায় তো প্রশ্নটা করলে না ? আমি - হুম তুমি কি করতে ? অরিত্রা - উপরে থেকে তোমার আর অন্য মেয়ের সাথে বসে থাকা দেখতাম । উত্তরটা দিয়ে মেয়েটা কেঁদে দিয়েছে আমারও একটু খারাপ লাগছে তাই ওরে একটু জরিয়ে ধরার চেষ্টা করতেই ও ধাক্কা দিয়ে উঠে চলে গেলো । . নাহ বুঝে শুনে উত্তরটা দেওয়া আমার উচিত্ ছিলো । মেয়েটা এমনিতেই সবকিছুতেই খুব সিরিয়াস । তাই আমার হেয়ালী করে উত্তরটা দেওয়া ঠিক হয় নি বুঝতে পারলাম । কিন্তু এই বুঝাটাই যদি আগে বুঝতাম ইসসসসস আমি যে কি করি না ! এই যে রাগ করে রুমে গেছে একটু পরে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বললেই ও গলে যায় কিন্তু আমি অযথাই মেয়েটার সাথে রাগারাগি করি রাগটাও অনেক ক্ষণ ধরে রাখি । শুধু রাগারাগী না কোন দিক দিয়েই আমি মেয়েটার জন্য ফিট না ! সেই দিকগুলো আর নাহয় খুঁটিয়ে খুঁটিয়ে নাই বললাম । ওর ভালোবাসার গভীরতায় আমি প্রতিবারই হাবুডুবু খাই । কিন্তু সে এগুলো মানতে নারাজ । বিভিন্ন দিক দেখিয়ে আমি যদি এই বিষয়টা প্রমাণ করার চেষ্টা করি যে আমি ওর জন্য অযোগ্য তবে ও হেসে একটা উত্তরই দেয় "আমি পৃথীবির শ্রেষ্ঠ মানুষটিকেই পেয়েছি" ! আমি অবাক হই কিন্তু এই উত্তরের পর আর কোন প্রশ্ন আমার মাথায় আসে না । থেমে যাই অজান্তেই ! কি জানি কি পেয়েছে আমার মাঝে . প্রথম প্রশ্নের মতো অনেক প্রশ্নই ও আমায় করে আমি কখনো সেইগুলো এড়িয়ে যাই বা উল্টা পাল্টা উত্তর দেই । এরমধ্যে একটা গোপন তত্ত্ব ও আছে ! আসলে আমি প্রায় প্রশ্নগুলোরই উত্তর জানি ! কিন্তু ভুল উত্তর দেওয়াটার উদ্দেশ্য একটাই একটু রাগারাগি হোক আমাদের মাঝে যা আমাদের সর্ম্পককে আরো নিগুঢ় করছে কালে কালে । সর্বপোরি আমার অনেক ভালো লাগা কাজ করে ! কেন জানি ওর ঐ চিক চিকে জলে ভেজা নয়ন দেখার জন্য ভুলটা আমি বারে বারে করি । . যেখানে ওর ফ্যামিলি আমার সাথে বিয়ে দিবে না বলে বেঁকে বসে অন্য ছেলের সাথে ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পরে লেগেছিলো । আসলে নিজের মেয়ের ভালো কে না চায় তাই হয়তো ওর বাবা মা চাচ্ছিলো না আমার মতো দুপয়সার চাকুরি করা অযোগ্য ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে ! সেখানে অরিত্রা ৩ টা বছর আমার জন্য অপেক্ষা করেছে নিশর্তে । অকথ্য কষ্ট সহ্য করেছে । অপেক্ষার শেষে আমার মতো অযোগ্য যখন বিয়ের দিন ওর বাড়ির সামনের গেটে বিয়ের কার্ডে বড় করে লেখা দেখি "অরিত্রা + আমার নাম" তখন মনে হয় নাহ কিছুটা হলেও বা ১ % যোগ্যতা ও আছে আমার যা মেয়েটা উপলব্ধি করে এতোটা বছর কষ্ট সহ্য করেছে এবং সেটা যে ভালোবাসার যোগ্যতা তা পরিষ্কার । . আসলে ঠিকই ! একজনকে প্রকৃত পক্ষে ভালোবাসার জন্য ভালোবাসার যোগ্যতাটা ছাড়া আলাদা কোন যোগ্যতা লাগে না । সেই যোগ্যতা ১% হলেও চলে । এই ১% যোগ্যতা ই অন্যান্য অযোগ্যতার ৯৯% শূণ্যস্থান পূরণ করে । আর এই ১% যোগ্যতা বলেই এখন ছাদ থেকে নিচে গিয়ে বউটার রাগ ভাঙ্গাবো অতিসহজেই । আর এভাবেই প্রতিদিন চলতে থাকবে অরিত্রা আর আমার মানে আমাদের গল্প ! . [অনেক দিন পর রোমান্টিক গল্প লিখলাম ভালো না লাগলে আমি দায়ী না ] |