Forums.Likebd.Com
কিভাবে আপনার মোবাইল দিয়েই HD ভয়েস রেকর্ড করবেন - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: মোবাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=2)
+----- Forum: Android Tips (http://forums.likebd.com/forumdisplay.php?fid=116)
+----- Thread: কিভাবে আপনার মোবাইল দিয়েই HD ভয়েস রেকর্ড করবেন (/showthread.php?tid=2215)



কিভাবে আপনার মোবাইল দিয়েই HD ভয়েস রেকর্ড করবেন - Hasan - 02-22-2017

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন। যদি কেউ এই টিপসটি জেনে থাকেন তাহলে দয়া করে কোন খারাপ টিউমেন্ট করবেন না। এই টিউনটি যারা জানেন না তাদের জন্য।
এই টিটোরিয়াল এ আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনারা আপনার মোবাইল দিয়েই HD ভয়েস রেকর্ড করবেন।

যারা ইউটিউবার তাদের জন্য Noicy Voice একটা অনযতম সমস্যা। পিসি দিয়ে এর সমাধান করা গেলেও মোবাইল দিয়ে যায় না। এই টিউটোরিয়াল এ আমি আপনাদের বলবো কিভাবে এন্ডোইড দিয়ে হাই কোয়ালিটি ভয়েস রেকর্ড করবেন।

শুরু করা যাক

প্রথমে গুগঅল প্লে স্টোর এ যাবেন। তার পর সারচ করবেন HD Audio Recorder লিখে। তারপঅর সেটই ডাউনলোড দিবেন।তারপর ওপেন করবেন। এপ টিতে দেখবেন Record নামে একটি বাটন আছে। সেটিতে কিলিক করবেন। তারপর আপনার ভয়েস রেক্রড করবেন।তারপর Stop এ চাপবেন। দেখবেন ফাইল সেভ এর জনয একটি পপ আপ আসছে সেখনাএ আপনার ফাইল এর নাম দিবেন। তারপর সেভ এ ক্লিক করবেন।

এইচডি অডিও রেকর্ডিং এপ এর বৈশিষ্ট্য:

1. এইচডি অডিওরেকর্ডিংএএসিঅডিওএনকোডিং বা 16 বিট পিসিএম এনকোডিং ব্যবহার.

2. সহজ UI ‘তে, ইনস্ট্যান্ট শুরু, অ্যান্ড্রয়েড 3.0+ ডিভাইসের জন্য প্লেইন আইসিএস থিম.

3. সমস্ত প্রয়োজনীয় কার্যকারিতা এক পর্দায় এবং ব্যবহারকারীর ক্লিকের মধ্যে.

4. প্রো সংস্করণ 1.0 সমর্থিত অপারেশন

একটি. পাঠান / আপনার রেকর্ডিং ভাগ.

খ. আপনার রেকর্ডিং নামান্তর.

গ. অ্যাপ্লিকেশন থেকে আপনার রেকর্ডিং ডান মুছুন.

ঘ. আপনার ফোনের রিংটোন হিসাবে রেকর্ডিং ফাইল সংরক্ষণ করুন.

ই. কিভাবে সব বৈশিষ্ট্য সঙ্গে পরিচিত পেতে উপর সাহায্য

5. একটি টাইমার আপনার রেকর্ডিং সময় নিরীক্ষণ করতে.

6. তালিকায় আইটেম উপর ক্লিক করুন ফাইল প্লে করতে এবং দীর্ঘ অপারেশন সম্পাদন করতে ক্লিক করুন.

7. পারেন পিসিএম বা এএসি বিন্যাসে রেকর্ড.

8. একই সময়ে / শেয়ার মুছে একাধিক ফাইল

9. রেকর্ডিং আইটেম উপরতরলঅ্যানিমেশন পারেন পর্দা বন্ধ সুইচিংবা হোম বাটন টিপে
10. চৌর্য রেকর্ডিং মোড.