Forums.Likebd.Com
হযরত সোলাইমান (আঃ) তার সেনাবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: ইসলামিক গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=51)
+---- Thread: হযরত সোলাইমান (আঃ) তার সেনাবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন (/showthread.php?tid=2306)



হযরত সোলাইমান (আঃ) তার সেনাবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন - Hasan - 02-24-2017

হযরত সোলাইমান (আঃ) তার

সেনাবাহিনী নিয়ে কোথাও

যাচ্ছিলেন, উনার বাহিনী দেখে

একটি পিঁপড়া তার সাথিদের

উদ্দেশ্যে আওয়াজ দিলোঃ হে

আমার কওম সোলেমান (আঃ)

তাঁর দলবল নিয়ে আসছেন,

তোমরা যার যার গর্তে

তাড়াতাড়ি ঢুকে যাও,

হয়তো অসাবধানতা বশতঃ

তারা তোমাদের হত্যা করবে।

সোলেমান (আঃ) কে আল্লাহ

তায়ালা সমস্ত মাখলুকের

ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন,

তিনি পিঁপড়ার কথা শুনে মৃদু হাসলেন।একটু সামান্য পিঁপড়া তার কওমকে

বাঁচানোর জন্য হাজার হাজার

বছর আগে আওয়াজ উঠিয়েছিল,

তার এই কথা আল্লাহর এতো

পছন্দ হয়েছিলো যে তিনি পবিত্র

কোরআনে 'সূরা নামল' নামে

(নামল অর্থ পিপীলিকা)

একটি সূরা অবর্তীণ করলেন।

আর এই সূরার ১৭-১৯ নং

আয়াতে ঐ ঘটনার বর্ননা আছে।

এর মাধ্যমে মহান আল্লাহ

তায়ালা হাজার হাজার

বছর ধরে পিঁপড়ার এই ঘটনা

মানব জাতীকে শুনাচ্ছেন এবং

কেয়ামত পর্যন্ত শুনাবেন।

.

পবিত্র কোরআনে কোনো ঘটনাই

এমনি এমনি বর্ণনা করা হয়নি।

প্রত্যেকটি ঘটনার মধ্যে মানব

জাতীর জন্য শিক্ষণীয় বিষয় আছে।

এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় হলোঃ

পিঁপড়া যে রকম তার কওমকে

বাঁচানোর জন্য আওয়াজ দিয়েছিল,

আমরাও আমাদের কওমকে

জাহান্নামের আগুন থেকে

বাঁচানোর জন্য আওয়াজ দেবো।