বিষের ক্ষমতা নেই ক্ষমতা আল্লাহ তায়ালার - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14) +---- Forum: ইসলামিক গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=51) +---- Thread: বিষের ক্ষমতা নেই ক্ষমতা আল্লাহ তায়ালার (/showthread.php?tid=2311) |
বিষের ক্ষমতা নেই ক্ষমতা আল্লাহ তায়ালার - Hasan - 02-24-2017 বিষের ক্ষমতা নেই ক্ষমতা আল্লাহ তায়ালার , , আমরা একটি সুন্দর ঘটনা সম্পর্কে জানবো যেটা সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ (রা) এর জীবনে ঘটেছিলো। যেটা সম্পূর্ন ঈমানদীপ্ত জযবায় ভরপুর। , হযরত খালিদ বিন ওয়ালিদ (রা) এর হাতে জনৈক কয়েদী ধৃত হল। তিনি তাকে সামনে হাজির করলেন। তার কাধে একটা থলে ছিল। হযরত খালিদ (রা) থলেটি হাতে নিলেন। দেখলেন তাতে একটি শিশি আছে। জিজ্ঞেস করলেন এটি কি? লোকটি বলল, এটা বিষ। খালিদ (রা) বললেন, এটা কেন সংগে রেখেছ? সে বলল, আমার ইচ্ছা ছিল যদি কোন কারনে আমাকে পরাজিত হতে হয় তাহলে আমি এটা পান করে নিব। খালিদ (রা) বললেন, এ বিষ তোমার কি উপকার করবে? লোকটি বলল, এটা নির্ঘাত প্রান সংহার করবে। খালিদ (রা) বললেন, হায়াত ও মওতের মালিক এক মাত্র আল্লাহ তায়ালা। জীবন কিংবা মরন কোন ব্যক্তির হাতে ন্যস্ত নয়। এ কথা বলে হযরত খালিদ (রা) বিষের শিশি হাতে নেন এবং তা নিজের মুখে ঢেলে গিলে ফেলেন। উপস্থিত সকলে অস্থির হয়ে গেল। সকলে হায় হায় করে উঠলো। অথচ হযরত খালিদ (রা) খুব শান্ত ভাবে বললেন, হায়াত ও মওতের মালিক মহান আল্লাহ। বিষের কোন শক্তি নেই। বিষ নিজ ইচ্ছায় কোন কিছু করতে সক্ষম নয়। এটিই হল আমাদের ঈমান। দেখা গেল হযরত খালিদ (রা) এর কিছুই হল না। তখন কাফের সৈন্যরা বলাবলি করতে লাগলো , হে আরব দল, কোন সন্দেহ নেই, তোমরা যা ইচ্ছা তাই করতে সক্ষম হবে। প্রকৃতি তোমাদের ইচ্ছার অনুকূলে। তোমাদের একজন ও অবশিষ্ট থাকা অবস্থায় কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। , সূত্রঃ হায়াতুস সাহাবা। |