Forums.Likebd.Com
[LOVE TIPS] ভালো মনের প্রেমিক বা স্বামীর ১৫টি লক্ষণ - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: Love Tips (http://forums.likebd.com/forumdisplay.php?fid=129)
+---- Thread: [LOVE TIPS] ভালো মনের প্রেমিক বা স্বামীর ১৫টি লক্ষণ (/showthread.php?tid=2385)



[LOVE TIPS] ভালো মনের প্রেমিক বা স্বামীর ১৫টি লক্ষণ - Hasan - 02-26-2017

সম্পর্কে কেবল ভালোবাসা জরুরী নয়, সবচাইতে জরুরী ভালো মানুষকে ভালবাসতে পারা। প্রেমে কমবেশি সকলেই অন্ধ হয়ে যান, ভালো-মন্দ যাচাই করতে পারেন না। কিন্তু একজন নারীর জন্য একজন ভালো মানুষের জীবন সঙ্গী হওয়া খুবই জরুরী। কেননা একজন ভালো মনের পুরুষ কখনো আপনাকে অত্যাচার করবেন না, কষ্ট দেবেন না, তাঁর কাছে কাছে আপনি থাকবেন নিরাপদ। মিলিয়ে নিন এই ১৫টি লক্ষণ আর জেনে নিন আপনার প্রিয় পুরুষটি কতটা ভালো মানুষ।

১) একজন ভালো মনের পুরুষ কখনোই ভালোবাসার প্রকাশে দ্বিধা করবেন না। সত্য প্রকাশে সংকোচ কীসের?



২) তিনি সব সময়েই আপনার পাশে থাকবেন, আপনাকে সাপোর্ট দেবেন।



৩) তিনি আপনাকে উৎসাহ যোগাবেন সর্বদাই জীবনের পথে এগিয়ে চলতে।



৪) আপনার বিশ্বাস অর্জন ও ধরে রাখার চেষ্টা সর্বদা একজন ভালো মনের প্রেমিক বা স্বামীর মাঝে থাকবে।



৫) তাঁর সংস্পর্শে আপনি নিরাপদ বোধ করবেন, তিনি সর্বদা নিশ্চিত করবেন আপনার নিরাপত্তা।



৬) তিনি কখনো এমন কিছুই বলবেন বা করবেন না যার ফলে নিজেকে আপনার অসুন্দর মনে হয়।



৭) আপনার ছোটখাট সকল পছন্দ-অপছন্দকেই তিনি গুরুত্ব দেবেন।



৮) প্রতিটি সম্পর্কেই একটি সীমারেখা থাকে। তিনি সেই সম্মানের সীমারেখা কখনোই লঙ্ঘন করবেন না।



৯) সম্পর্ক ধরে রাখার ও সম্পর্ক ভালো রাখার চেষ্টা সারা জীবন করবেন তিনি।



১০) আপনাকে নিজের ইচ্ছা বিরুদ্ধে কিছু করতেই কখনো বাধ্য করবেন না তিনি।



১১) তিনি হবেন সৎ ও আত্মসম্মানবোধে ভরা মানুষ। কেবল আপনার সাথে নন, সবার সাথেই।



১২) তিনি কখনোই আপনাকে শারীরিক-মানসিক নির্যাতনের কথা স্বপ্নেও ভাববেন না।



১৩) তিনি কখনোই কারো শরীরের সৌন্দর্যকে মনের আগে গুরুত্ব দেবেন না।



১৪) তিনি আপনাকে অবিশ্বাস করবেন না। আপনি তাঁকে অবিশ্বাস করেন, এমন কিছু করবেন না।



১৫) নোংরা কোন বদ অভ্যাস তাঁর থাকবে না। অতীতে থেকে থাকলেও আপনার খাতিরে সেগুলো তিনি ত্যাগ করবেন।