Forums.Likebd.Com
[Bangla Lyrics] TUI KI JANIS NA | তুই কি জানিসনা LYRICS BY ARNOB - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গানের কথা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=79)
+---- Forum: বাংলা লিরিক্স (http://forums.likebd.com/forumdisplay.php?fid=80)
+---- Thread: [Bangla Lyrics] TUI KI JANIS NA | তুই কি জানিসনা LYRICS BY ARNOB (/showthread.php?tid=2459)



[Bangla Lyrics] TUI KI JANIS NA | তুই কি জানিসনা LYRICS BY ARNOB - Hasan - 02-26-2017

Ei_Ashek Tuner
শিল্পীঃ অর্ণব চৌধুরী
অ্যালবামঃ হোক কলরব
সুরকারঃ অর্ণব চৌধুরী।
গীতিকারঃ তৌফিক
……………………..
তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাখা ।।
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন ।।
তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে।।
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…