Forums.Likebd.Com
[উপদেশমূলক গল্প] যেকোন কিছু করার আগে একবার ভেবে নিন - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: উপদেশমূলক গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=50)
+---- Thread: [উপদেশমূলক গল্প] যেকোন কিছু করার আগে একবার ভেবে নিন (/showthread.php?tid=2521)



[উপদেশমূলক গল্প] যেকোন কিছু করার আগে একবার ভেবে নিন - Hasan - 02-28-2017

একজন মহিলার একটি পোষা বেঁজি ছিল । বেঁজিটি খুব বিশ্বস্ত ছিলো । একদিন মহিলাটি তার শিশুকে বেঁজিটির তত্বাবধানে রেখে বাইরে গেল । মহিলাটি বাসা থেকে বের হওয়ার কিছুক্ষন পর একটি কিং কোবরা শাপ বাসায় ঢুকলো । শিশুটি সাপ দেখে ভয়ে কাঁদতে লাগলো । বেঁজিটি সাপটির উপর ঝাপিয়ে পড়লো ।
অনেকক্ষন লড়াই করার পর সাপটি মারা গেল । বেঁজিটি রক্তাক্ত মুখ নিয়ে বাসার গেটের সামনে মহিলাটির জন্য অপেক্ষা করতে লাগলো । যখন মহিলাটি বাসায় আসলো তখন বেজিটিকে রক্তাক্ত অবস্হায় দেখতে পেল ।
মহিলাটি ভাবলো বেঁজিটি হয়তো তার শিশুকে কামড়িয়েছে । তিনি একটি পানির পাত্র দিয়ে আঘাত
করে বেঁজিটিকে মেরে ফেললো । কিন্তু তিনি যখন ভিতরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন ,শিশুটির পাঁশে একটি মৃত কিং কোবরা সাপ পড়ে আছে । তখন তিনি ভূল বুঝতে পারলেন ।
কিন্তু এতোক্ষনে যা হবার হয়ে গেছে । মৃত বেঁজিটির জন্য চোখের পানি ফেলা ছাড়া তার কিছুই করার ছিল না ।
উপদেশ: যেকোন কিছু করার আগে একবার ভেবে নিন,আপনি যা করছেন তা কি সঠিক? নচেৎ পরবর্তীতে অনুশোচনা ছাড়া আপনার আর কিছুই করার থাকবেনা।