[উপদেশমূলক গল্প] আহাম্মকির ফল (ঈশপের গল্প) - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14) +---- Forum: উপদেশমূলক গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=50) +---- Thread: [উপদেশমূলক গল্প] আহাম্মকির ফল (ঈশপের গল্প) (/showthread.php?tid=2524) |
[উপদেশমূলক গল্প] আহাম্মকির ফল (ঈশপের গল্প) - Hasan - 02-28-2017 এক কাক এসে বসল গাছের ডালে, মুখে তার একটুকরো মাংস। এক শিয়াল নীচে থেকে তাই দেখে ভাবতে লাগল, কি করে ঐ মাংসটুকু সে নিজে খেতে পায়। অনেক ভেবেচিন্তে সে শেষে ঐ কাকের দিকে চেয়ে বলতে লাগল, "সত্যি কি সুন্দর পাখি তুমি, কি সুন্দর তোমার অঙ্গের গঠন, তোমার পাখিদের রাজা হবার কথা, তোমার অবশ্য কণ্ঠস্বরও যদি তোমার চেহারার মতো সুন্দর হতো, মধুর হতো। কিন্তু হায়! তুমি তো অন্য পাখিদের মতো গান গাইতে পার না! --- শেয়ালের এই কথা শূনে কাক আর চুপ থাকতে পারল না, সে তখনই মহোল্লাসে কা- কা রবে ডাকতে শুরু করল, আর অমনি মাংসের টুকরো তার মুখ থেকে গেল পরে, আর শেয়াল অমনি তা মুখে করে নিয়ে দিল ছুত। উপদেশঃ অনেক মূর্খই অপরের স্তোতবাক্যে ভুলে নিজের সম্পদ হারায়। |