পৃথিবীর সার্বজনীন ৯টি স্বপ্ন এবং তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: বিজ্ঞান ও প্রযুক্তি (http://forums.likebd.com/forumdisplay.php?fid=13) +---- Forum: বিজ্ঞান জগৎ (http://forums.likebd.com/forumdisplay.php?fid=38) +---- Thread: পৃথিবীর সার্বজনীন ৯টি স্বপ্ন এবং তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা (/showthread.php?tid=2530) |
পৃথিবীর সার্বজনীন ৯টি স্বপ্ন এবং তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা - Hasan - 02-28-2017 মানুষের মস্তিষ্ক এতই জটিল যে অনেক মনোবিজ্ঞানীই স্বপ্নের অর্থ বোঝার চেষ্টায় ক্ষান্ত দিয়েছেন। কিন্তু হতাশ হননি মনোবিজ্ঞানী ইয়ান ওয়ালেস। ৩০ বছরের অভিজ্ঞতায় তিনি প্রায় দেড় লক্ষ স্বপ্নের মানে বের করেছেন। পৃথিবীর বেশীরভাগ মানুষের মাঝে কিছু স্বপ্ন দেখার প্রবণতা ঘুরেফিরে আসে। এমনই ৯টি স্বপ্ন নিয়ে তিনি আলোচনা করেন যেগুলো খুব কমন, অনেকেই দেখে এই স্বপ্ন। এই ৯টি স্বপ্ন, এগুলোর ব্যাখ্যা এবং এ স্বপ্ন দেখার পর বাস্তব জীবনে কী করা উচিৎ তা বিজনেস ইনসাইডারকে জানান তিনি। একটি অব্যবহৃত ঘর ব্যাখ্যা: বাড়ির বিভিন্ন ঘর আপনার চরিত্রের বিভিন্ন দিক প্রকাশ করে। একটি অব্যবহৃত ঘর পাওয়ার অর্থ হলো আপনি এমন কোনো প্রতিভার খোঁজ পেতে যাচ্ছেন যার ব্যাপারে আপনি আগে জানতেন না। যা করবেন: নিজের সুপত প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করুন। নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে আপনার জীবনে। নিয়ন্ত্রণ হারানো যান-বাহন ব্যাখ্যা: আপনি কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, তার প্রতীক হলো গাড়ি। আপনি যদি ভাবেন জীবনের ওপর আপনার যথেষ্ট নিয়ন্ত্রণ নেই, তাহলে এমন স্বপ্ন দেখতে পারেন। যা করবেন: সব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা না করে নিজেকে একটু ছাড় দিন। রিল্যাক্স করুন। পরিস্থিতিকে নিজ থেকেই কিছুটা অগ্রসর হতে দিন। পড়ে যাওয়া ব্যাখ্যা: স্বপ্নে যদি দেখে আপনি পড়ে যাচ্ছেন, তার অর্থ হল বাস্তবে আপনি কোনো কিছুকে খুব শক্ত করে আঁকড়ে ধরে আছেন। কোনো পরিস্থিতির নিয়ন্ত্রণ ধরে রাখা নিয়ে আপনি বেশী চিন্তিত। যা করবেন: এই পরিস্থিতির হাল ছেড়ে দেওয়া বা নিদেনপক্ষে লাগাম আলগা করা জরুরী আপনার জন্য। নিজের ওপর এবং অন্যদের ওপর বিশ্বাস একটু বাড়ান। পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ওড়ার স্বপ্ন স্বাধীনতার প্রতীক। ছবি: সংগৃহীত আকাশে ওড়া ব্যাখ্যা: নিজেকে উড়ন্ত অবস্থায় দেখার অর্থ হলো আপনি নিজেকে এমন কোনো পরিস্থিতি থেকে মুক্ত করতে পেরেছেন যা আপনার জীবনে বোঝা হয়ে ছিল। যা করবেন: হয়তো আপনি সৌভাগ্য হিসেবে ধরে নিচ্ছেন এই স্বাধীন অবস্থাকে। আসলে কিন্তু আপনি নিজের কাজ এবং সিদ্ধান্তের সাহায্যেই নিজেকে ভালো অবস্থায় নিয়ে এসেছেন, এ ব্যাপারটা মেনে নিন এবং ভাগ্যকে ক্রেডিট না দিয়ে নিজেকে ক্রেডিট দিন। অপ্রস্তুত অবস্থায় পরীক্ষা দিতে বসা ব্যাখ্যা: আমরা কতটা দক্ষ বা কোনো বিষয়ে কত ভালো, তা নির্ধারণ করতে পরীক্ষা দিই। স্বপ্নে অপ্রস্তুত অবস্থায় পরীক্ষা দিতে বসার অর্থ হলো আমরা জীবনে নিজেদের ক্ষমতা বা পারদর্শিতা নিয়ে উদ্বিগ্ন। যা করবেন: নিজের খুঁটিনাটি দক্ষতা ও ব্যর্থতা সমালোচকের দৃষ্টিতে না দেখে বরং নিজের সাফল্যগুলোকে নিয়ে খুশি থাকুন। জনসমক্ষে উলঙ্গ ব্যাখ্যা: পোশাকের সাহায্যে অন্যদের সামনে আমরা নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলি। জনসমক্ষে নিজেকে উলঙ্গ অবস্থায় দেখার অর্থ হলো আপনি এমন কোনো পরিস্থিতিতে আছেন যা আপনাকে খুবই অপ্রস্তুত এবং অনিরাপদ থাকার অনুভূতি দিচ্ছে। যা করবেন: কখনো কখনো পরিস্থিতি থেকে না লুকিয়ে বরং সেই পরিস্থিতটাকে নিজের সর্ব শক্তি দিয়ে মোকাবেলা করাটাই হতে পারে সঠিক সিদ্ধান্ত। ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে দেখতে পারেন টয়লেট খুঁজে না পাওয়ার স্বপ্ন। ছবি: সংগৃহীত দরকারের সময়ে টয়লেট খুঁজে না পাওয়া ব্যাখ্যা: আমরা নিজেদের জৈবিক কিছু কাজ পরিষ্কারভাবে সমাধা করতে ব্যবহার করি টয়লেট। বাস্তব জীবনে যদি এমন কিছু ঘটে যাতে আপনি নিজের চাহিদা ভালোভাবে প্রকাশ করতে বা পূরণ করতে পারছেন না, তখন এমন স্বপ্ন দেখতে পারেন। যা করবেন: অন্যের প্রয়োজনের কথা কম ভেবে নিজের চাহিদা পূরণের দিকে মনোযোগ দিন। দাঁত পড়ে যাওয়া ব্যাখ্যা: আমাদের মানসিক ক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে দাঁত। দাঁত পড়ে যাচ্ছে এ স্বপ্নের অর্থ হতে পারে আপনার জীবনে এমন কিছু ঘটছে যাতে আত্মবিশ্বাস কমে যাচ্ছে। যা করবেন: নিজের শক্তি কমে যাচ্ছে, এ কথা ভাববেন না। বরং এই পরিস্থিতিকে একটা চ্যালেঞ্জ হিসেবে উপভোগ করার চেষ্টা করুন। কেউ আপনাকে ধাওয়া করছে ব্যাখ্যা: বাস্তব জীবনে আপনাকে কঠিন কোনো একটি পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কিন্তু আপনি কীভাবে তার মোকাবেলা করবেন বুঝতে পারছেন না। যা করবেন: ভয় পেলেও এমন পরিস্থিতি আসলে আপনার নিজস্ব উন্নতির জন্যই কাজে লাগবে, তাই ভয় দূর করে ঐ পরিস্থিতির মোকাবেলা করুন। সূত্র: বিজনেস ইনসাইডার |