Forums.Likebd.Com
ইউটিউবে প্রতিদিন ১০০ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয় - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: বিজ্ঞান ও প্রযুক্তি (http://forums.likebd.com/forumdisplay.php?fid=13)
+---- Forum: বিবিধ টেক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=40)
+---- Thread: ইউটিউবে প্রতিদিন ১০০ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয় (/showthread.php?tid=2540)



ইউটিউবে প্রতিদিন ১০০ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয় - Hasan - 03-01-2017

সার্চ জায়ান্ট গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী তাদের প্ল্যাটফর্মে দৈনিক ১০০ কোটি ঘণ্টা ভিডিও দেখে ব্যবহারকারীরা। প্রতিষ্ঠানটি আরও বলছে গত বছর কিছু কিছু ক্ষেত্রে তারা মাইলস্টোন স্পর্শ করেছে।

ইউটিউব জানিয়েছে, ২০১৫ সালে তাদের প্ল্যাটফর্মে দৈনিক ৫০ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয়েছে এবং ২০১৪ সালে এই সংখ্যাটি ছিল ৩০ কোটি। আর এই ১০০ কোটি ঘণ্টার অর্ধেকেরও বেশি সময় ছিল মোবাইল প্ল্যাটফর্মে। বিশেষ করে ইউটিউবে মোবাইল লাইভ স্ট্রিমিং চালু করার কারণে ভিডিও ভিউ এর ঘন্টা অনেক বেড়েছে।

প্রসঙ্গত বর্তমানে ইন্টারনেটে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব।

সূত্র এনগ্যাজেট, দ্য নেক্সট ওয়েব