Forums.Likebd.Com
ভালোবাসার লাভ লস - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: Love Tips (http://forums.likebd.com/forumdisplay.php?fid=129)
+---- Thread: ভালোবাসার লাভ লস (/showthread.php?tid=2567)



ভালোবাসার লাভ লস - Hasan - 03-06-2017

ভালোবাসার জন্য যে ছেলেটা হাত কাটে, সেও একদিন
বুঝতে পারে, কাজটা অর্থহীন ছিল।
.
রোজ রোজ মেয়েটার রিক্সার পেছনে ঘুরে
বেড়ানো পাগল ছেলেটাও একদিন বুঝতে পারে, এভাবে
হয় না, মেয়েটা অন্য কারো।
.
সিগারেটের গন্ধ নিতে না পারা ছেলেটাও একসময় ঠোঁট
কালো করে ফেলে। যে টাকা দিয়ে একসময় রাতে
গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো সেই টাকা দিয়েই সাতটা
গোল্ডলীফ কিনে রেখে দেয় বুক পকেটে।
.
আবার কখনো কখনো......
.
চুপচাপ স্বভাবের ছেলেটাও একদিন সাহসী হয়ে উঠে
মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলে ফেলে, আমার
তোমাকে দরকার। সারাজীবনের জন্য দরকার।
.
যে ছেলেটা পড়ার টেবিলে বসতো পরীক্ষার আগের
দিন, সেও রাত জেগে কারেণ্ট অ্যাফেয়ার্স পড়ে। বি সি এস
এ টিকতে হবে। তাহলে মেয়েটার ফ্যামিলি না করতে
পারবে না নিশ্চয়ই।
.
বাবা মায়ের তীব্র চাহনী উপেক্ষা করেও একের পর এক
বিয়ের প্রস্তাব ক্যান্সেল করে দেয় মেয়েটা। ফ্যামিলির
কাছে সময় চায় কয়েকটা বছর।
.
হ্যাঁ এভাবেই প্রতিনিয়ত ভালোবাসা তার গ্রাভীটি হারায়, আবার
কখনো কখনো গ্রাভীটি অর্জন করে।
অনেকটা আবেগ নিয়ে গড়ে ওঠা ভালোবাসা কখনো
কখনো পেইন মনে হয়। আবার অনেক সাধারণ ভালোবাসাও
একটা সময় হয়ে উঠে বেঁচে থাকার অবলম্বন।কষ্ট পেলে
কি
ভালবাসা হারিয়ে যায়?
কখনোই না !!.........
যে ভালবাসতে জানে
সে হাজার কষ্টের
মাঝের ও ভালবেসতে পারে...........