সৌন্দর্য বাড়াতে হাতের আঙুল কেটে ফেললেন এই নারী! - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: খবরা-খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=110) +---- Forum: ভিন্ন স্বাদের খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=112) +---- Thread: সৌন্দর্য বাড়াতে হাতের আঙুল কেটে ফেললেন এই নারী! (/showthread.php?tid=2674) |
সৌন্দর্য বাড়াতে হাতের আঙুল কেটে ফেললেন এই নারী! - Hasan - 03-13-2017 সৌন্দর্য বাড়াতে হাতের আঙুল কেটে ফেললেন এই নারী! কথায় আছে ‘নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। ’ কিন্তু ইনি অপরের নয়, নিজের আঙুল কেটে নিজের রূপ বাড়াতে চেয়েছেন। রূপের জন্য কত জনে কত কিছুই না করে। তা বলে কেউ নিজের আঙুল কেটে ফেলতে পারে! এই খবর না পড়লে বিশ্বাস করা যাবে না। চিনে নিন এই নারীকে। নাম টর্জ রেনল্ডস। ব্রিটেনের এসেক্সেরর ৩০ বছরের এই বাসিন্দা যে নিজের রূপ নিয়ে একটু বেশিই সচেতন, তা তো মুখ দেখেই বোঝা যায়। চোখ, মুখ, নাক, ঠোঁট, হাত শরীরের কোনও অংশেই ট্যাটু থেকে বাদ যায়নি। কিন্তু আচমকাই তাঁর এক অবাক সখ হয়। মনে হয়, বাঁ হাতের ছোট আঙুলটি যেন বেমানান। তাঁর রূপের সঙ্গে ঠিক মিলছে না। তাই একদিন নিজেই নিজের ওই ছোট আঙুলটি কেটে ফেলার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যা ভাবনা তাই কাজ। ধারালো ছুরির কোপে নিজের আঙুলটি কেটে ফেলেন টর্জ রেনল্ডস। যন্ত্রণা হয়েছিল কি না জানাননি তিনি । ফেসবুকে নিজের অ্যাকাউন্টে কাটা আঙল এবং আঙুল কাটা হাতটির ছবি তুলে পোস্ট করেন। এর সঙ্গে জানান, তিনি খুবই খুশি। একই সঙ্গে বলেন, এই আঙুল কাটার পিছনে আর কোনও কারণ নেই। দেখতে ভাল লাগবে ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরে তিনি নতুন ‘লুক’ পেয়েছেন বলেও দাবি করেছেন। ফেসবুকের এই পোস্ট দেখে কিন্তু খুব বেশি খাতির জোটেনি টর্জ রেনল্ডসের। বরং সমালোচনাই হয়েছে বেশি। অনেকেই এই কাজটিকে খ্যাপামো বলে জানিয়েছেন। তার জবাবও দিয়েছেন টর্জ। তিনি বলেছেন, ‘এটা আমি আমার জন্যই করেছি। কাউকে আঘাত করার জন্য করিনি। ছবিগুলির সংরক্ষণ এবং বন্ধুদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করার জন্যই ফেসবুকে পোস্ট করেছি। ’ সূত্র: এবেলা |