Forums.Likebd.Com
নাপাকি দূর করতে কাপড় কতবার ধুতে হবে? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+---- Forum: ইসলামি বিধান (http://forums.likebd.com/forumdisplay.php?fid=32)
+---- Thread: নাপাকি দূর করতে কাপড় কতবার ধুতে হবে? (/showthread.php?tid=2697)



নাপাকি দূর করতে কাপড় কতবার ধুতে হবে? - Hasan - 03-16-2017

নাপাকি দূর করতে কাপড় কতবার ধুতে হবে?
প্রশ্ন : তরল নাপাকি কাপড় থেকে চলে গেছে কি না, সেটা আমরা তো ধোয়ার সময় বুঝতে পারি না। এ ক্ষেত্রে কীভাবে ধোয়া উচিত? ধোয়ার সময় কাপড় তিনবার নিংড়ানো কি সুন্নত?



উত্তর : আপনি যখন কাপড় ধোবেন, তখন ভালো করে নিংড়ালেই যথেষ্ট হয়ে যাবে। নাপাকির কোনো ধরনের চিহ্ন যদি না থাকে, তাহলেই নাপাকি দূর হয়ে গেছে।



কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন, সেটাকে তিনবার ধুয়ে নিলে আপনার সন্দেহ দূর হয়ে গেল। অসওয়াসা থেকে বাঁচার জন্য বিধান হলো তিনবার ধুয়ে নেওয়া। এটাকে কেউ কেউ মুস্তাহাবও বলেছেন।



কিন্তু নিশ্চিত হতে হবে, নাপাকির যেন কোনো চিহ্ন না থাকে। নাপাকি থাকলে তিনবার ধুলেও কিন্তু আপনার কাপড় পাক হবে না। কারণ, আপনার লক্ষ্য অর্জিত হয়নি এবং সেটাকে আবার ধুতে হবে। এই নাপাকি দূর করাটাই হচ্ছে আপনার প্রথম শর্ত। তাহারাত হাসিল করার জন্য, পবিত্রতার জন্য এটাই হচ্ছে মূল শর্ত।



সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন