![]() |
চুলের যত্নে জোজোবা তেল - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34) +---- Forum: রূপচর্চা/বিউটি-টিপস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=35) +---- Thread: চুলের যত্নে জোজোবা তেল (/showthread.php?tid=2703) |
চুলের যত্নে জোজোবা তেল - Hasan - 03-16-2017 চুলের যত্নে জোজোবা তেল মাথার ত্বক থেকে নিঃসৃত তেলের সঙ্গে জোজোবা তেলের উপাদানে মিল থাকায় এটি প্রাকৃতিকভাবে মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয় স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য প্রয়োজনীয় সব ভিটামিন ও খনিজ উপাদান থাকায় এটি কেশচর্চায় বেশ উপকারী। * মাথার ত্বকের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। * মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও খুশকি নিয়ন্ত্রণ করে। * রয়েছে শতকরা ৯৮ ভাগ মনোস্যাচুরেইটেড ফ্যাট ও দুই শতাংশ স্যাচুরেইটেড ফ্যাট যা মাথার গভীরে প্রবেশ করে চুল ভেতর থেকে শক্তিশালী করে তোলে। * চুলের রুক্ষতা কমিয়ে আনে এবং চুলের ভেতর থেকেই আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। * জোজোবা তেল চুলের উজ্জ্বলতা, স্থিতিস্থাপকতা ও কোমলতা ধরে রাখে। * পাতলা চুলে এটি ঘনভাব ফুটিয়ে তোলে। * এই তেল মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। * নানা রকম স্টাইলের ফলে চুলের যে ক্ষতি হয় তা থেকে রক্ষা করে জোজোবা তেল। |