Forums.Likebd.Com
নামাজে প্রত্যেক সুরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+---- Forum: আল-হাদিস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=31)
+---- Thread: নামাজে প্রত্যেক সুরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? (/showthread.php?tid=2751)



নামাজে প্রত্যেক সুরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? - Playboy - 03-21-2017

নামাজে প্রত্যেক সুরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে?
প্রশ্ন : আমাদের কি নামাজের সময় প্রত্যেক সুরার আগে বিসমিল্লাহ পুরোটা বলতে হবে?



উত্তর : যদি কোনো সুরা শুরু করেন তাহলে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পুরোটা, সুরার শুরুতে যেভাবে লেখা আছে, ঠিক সেভাবে শুরু করাটাই হচ্ছে সুন্নাহ।



এটাই উত্তম বরং কেউ কেউ বলেছেন যে, এটা বাধ্যতামূলক বিষয়। এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ আলোচনা আছে। ইবনে কাসিম মাক্কি (রা.) মতে, এটি কুরআনের অংশ।



আর কোনো সুরা যদি মাঝখান থেকে পড়েন তাহলে আর ‘বিসমিল্লাহ’ অথবা ‘আলহামদুলিল্লাহ’ কোনোটাই পড়তে হবে না।



সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন