Forums.Likebd.Com
[Tips] ফেসবুক এসব তথ্য দিয়েছেন? এখনই সরিয়ে ফেলুন - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: ফেসবুক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=4)
+---- Thread: [Tips] ফেসবুক এসব তথ্য দিয়েছেন? এখনই সরিয়ে ফেলুন (/showthread.php?tid=2827)



ফেসবুক এসব তথ্য দিয়েছেন? এখনই সরিয়ে ফেলুন - Md Fayzullah - 04-11-2017

অ্যাকচুয়াল জগতের চেয়ে ভারচুয়াল জগতেই বেশি ভালো থাকেন মানুষজন৷ কিন্তু এই ভালো থাকার আড়ালেই লুকিয়ে রয়েছে কিছু বিপদ৷ বিশেষ করে ফেসবুকের বাসিন্দাদের ক্ষেত্রে৷ ভাল-মন্দের এই ফারাক খুবই সূক্ষ্ম৷ একটু এদিক থেকে ওদিক হলেই ঘটতে পারে বড় বিপদ৷ তাই ফেসবুক যা খুশি পোস্ট করার আগে জেনে নিন ফেসবুকের বুকে কোন পোস্টগুলি একেবারেই করবেন না৷
.
<b>জন্ম তারিখ দেবেন না:</b> ফেসবুকে অনেকেই জন্মের সাল তারিখ দিয়ে থাকেন৷ অনেকে আবার পরিবারের সদস্যদেরও জন্মের সাল-তারিখ দিয়ে দেন৷ কিন্তু এর মাধ্যমে নিজের কোনো গুরুত্বপূর্ণ তথ্য দুষ্কৃতিদের হাতে দিয়ে দিচ্ছেন না তো?
সাধারণত বেশিরভাগ মানুষই নিজের জন্ম তারিখ ও সালের সঙ্গে মিল রেখে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড গুলি দিয়ে থাকেন৷ এটাই অনেক সময় হয়ে ওঠে হ্যাকারদের প্রধান অস্ত্র৷
.
<b>রিলেশনশিপ স্ট্যাটাস:</b> আপনার সম্পর্ক আপনার ব্যক্তিগত বিষয়৷ তা ফেসবুকের মতো পাবলিক প্ল্যাটফর্মে না দেওয়াই ভাল৷ মেয়েদের ক্ষেত্রে বিশেষত নিজের ‘সিঙ্গল’ হওয়ার খবর একদম প্রচার করবেন না৷ এতে কিছু অযাচিত ‘রোমিও’ বিরক্ত করার সুযোগ পেয়ে যেতে পারে৷
.
<b>নিজের ভৌগলিক অবস্থান জানানো:</b> কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এই কথা সচরাচর ফেসবুকে প্রকাশ করবেন না৷ মনে রাখবেন আপনার প্রোফাইলে অনেকেরই নজর থাকতে পারে৷ আর সেই নজরদারি ভাল নাও হতে পারে৷
.
<b>বাড়িতে একা থাকার কথা:</b> বাড়িতে আপনি একা আছেন৷ এই কথা ঘুনাক্ষরেও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না৷ চারদিকে অপরাধে সংখ্যা যেভাবে বাড়ছে তাতে যেকোনও সময় যেকোনও কিছু হয়ে যেতে পারে৷ এমন সময় আপনার একা থাকার কাহিনী কেন জানাতে যাবেন পুরো পৃথিবীকে?
.
<b>বাচ্চাদের ছবি পোস্ট করা:</b> বাচ্চাদের ছবি যতোই সুন্দর উঠুক তা ফেসবুকে পোস্ট করার আগে সবদিক ভাবনাচিন্তা করে নেবেন৷ জানেন, আপনার বাচ্চার ছবিগুলির কতভাবে অপব্যবহার হতে পারে? কোনও মিথ্যা
খবর তৈরি কিংবা অশালীন ওয়েবসাইটেও ব্যবহার হতে পারে আপনার আদরের ছবিটি৷ তাই দেখেশুনে ছবি পোস্ট করবেন আরতাতে অবশ্যই বাচ্চার জন্মতারিখ বা স্থান লিখবেন না।
.
আমার ওয়েব সাইট <a href="http://mixtrickbd.com">MixTrickBD.Com</a>
আমার ইউটিউব চ্যানেল <a href="https://www.youtube.com/channel/UCw0CWMuVNi0ifWXm-jixz-A">Mix Video</a>