মাশরাফিকে নিয়ে মোবাইল অ্যাপস! - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1) +---- Forum: মোবাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=2) +----- Forum: Android Apps (http://forums.likebd.com/forumdisplay.php?fid=130) +----- Thread: মাশরাফিকে নিয়ে মোবাইল অ্যাপস! (/showthread.php?tid=2859) |
মাশরাফিকে নিয়ে মোবাইল অ্যাপস! - mahbubpathan - 04-21-2017 বাংলাদেশের ‘সাবেক’ টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে তৈরি হয়েছে মোবাইল অ্যাপ। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার দুদিনের মধ্যে এমন ঘোষণা দিলো নির্মাতা প্রতিষ্ঠান ৭১ ল্যাব। . মূলত, মাশরাফির সংক্ষিপ্ত জীবনী নিয়ে তৈরি হয়েছে অ্যাপটি। নাম রাখা হয়েছে ‘মাশরাফি-দ্যা ক্যাপ্টেন’। এখানে মাশরাফির উক্তি, পরিবারের গল্প, দূর্লভ কিছু ছবি, ম্যাচের পরিসংখ্যানসহ আরো কিছু তথ্য জায়গা পেয়েছে। সঙ্গে তার জীবনী তো রয়েছেই। গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে অ্যাপটি। . শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র শেষ হওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস করতে নেমেই মাশরাফি জানান এই সিরিজটিই তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি। এরপর আর বাংলাদেশের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলবেন না তিনি। প্রথম ম্যাচটি হারলেও, শেষ ম্যাচে তার নেতৃত্বে জয় তুলে নেয় বাংলাদেশ দল। . ২০০৬ সালে অভিষেক করার পর থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত সবমিলিয়ে ৫৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাশরাফি। ব্যাট হাতে রান তুলেছেন ৩৭৭, উইকেট নিয়েছেন ৪২টি। . https://play.google.com/store/apps/details?id=com.sevenonelab.mashrafe_mortaza. . অ্যাপসটি সম্পর্কে এর আগে এই সাইটে পোস্ট করা হয়েছে - http://banglarapps.ml/mashrafe-mobile-application |