Forums.Likebd.Com
আপনার এন্ড্রয়েড ফোনকে কম্পিউটার বা ল্যাপটপ এর স্পিকার বানিয়ে নিন - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: মোবাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=2)
+----- Forum: Android Tips (http://forums.likebd.com/forumdisplay.php?fid=116)
+----- Thread: আপনার এন্ড্রয়েড ফোনকে কম্পিউটার বা ল্যাপটপ এর স্পিকার বানিয়ে নিন (/showthread.php?tid=2862)



আপনার এন্ড্রয়েড ফোনকে কম্পিউটার বা ল্যাপটপ এর স্পিকার বানিয়ে নিন - Sohan - 04-22-2017

বন্ধুরা, আজকের টিউনটি হচ্ছে কিভাবে আপনি আপনার এন্ড্রয়েড ফোনকে কম্পিউটার বা ল্যাপটপ এর স্পিকার বানিয়ে ব্যবহার করবেন। অর্থাৎ আপনার কম্পিউটারের সাউন্ড বাক্স কোনো কারণে নষ্ট হয়ে গেলে আপনার আন্ড্রয়েড ফোনকে কম্পিউটারের সাউন্ড বাক্স হিসাবে ব্যবহার করতে পারবেন।

ধরুন যে আপনার ল্যাপটপ এ কোনো সাউন্ড প্রব্লেম হচ্ছে আপনি ল্যাপটপ থেকে সাউন্ড পাচ্ছেননা এইরকম অবস্থায় আপনি আন্ড্রয়েড ফোনকে ওয়্যারলেস স্পিকার বানিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে কম্পিউটার এ একটি সফটওয়্যার নামিয়ে নিতে হবে যা গুগল থেকে সার্চ করে নামিয়ে নিতে পারবেন। গুগল এ সার্চ করবেন soundwire surver তারপর ডাউনলোড করে ইনস্টল করবেন। এইবার আপনার এন্ড্রয়েড ফোন থেকে প্লেস্টোরে গিয়ে soundwire সার্ভার নামে ফ্রি এপপ্সটি ইনস্টল করে নিবেন। ইনস্টল করা হলে ২টিকে ওপেন করবেন।

কম্পিউটারের সফটওয়্যার থেকে সার্ভার এডড্রেসটি নিয়ে মোবাইল এপপ্স এ বসিয়ে দিবেন। তারপর ওয়্যার আইকন এ ক্লিক করলেই এটা কানেক্টেড হয়ে যাবে।

আপনার কাজ শেষ এইবার দেখবেন কম্পিউটার এ কোনো কিছু প্লে করলে আপনার ফোন এ সাউন্ড বাজবে।
সকল সিমের ফ্রি নেট টিপ্স ও ট্রিক পেতে ভিজিট করুন