Forums.Likebd.Com
এবার বানান ২০১৬ সালের সেরা ডিজাইনের ডাউনলোড সাইট। (সর্বশেষ পর্ব - ৭) - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: কোডিং (http://forums.likebd.com/forumdisplay.php?fid=18)
+---- Forum: Wapka (http://forums.likebd.com/forumdisplay.php?fid=128)
+---- Thread: এবার বানান ২০১৬ সালের সেরা ডিজাইনের ডাউনলোড সাইট। (সর্বশেষ পর্ব - ৭) (/showthread.php?tid=2944)



এবার বানান ২০১৬ সালের সেরা ডিজাইনের ডাউনলোড সাইট। (সর্বশেষ পর্ব - ৭) - bdyousufctg - 05-18-2017

আসসালামু আলাইকুম বন্ধুরা! কেমন আছেন? নিশ্চয় ভালো। আর ভালো থাকার প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের এই পোস্ট।



গত পর্বেই আমাদের ওয়েবসাইট বানানো সম্পন্ন হয়ে গিয়েছে। তারপরও একটি পর্ব বাড়ালাম। এ পর্বে আমরা জানব কিভাবে ওয়েবসাইটে আপলোড দিতে হয়। এবং ঐ আপলোডকৃত ফাইলটি কিভাবে লাস্ট আপডেটে শো করাতে হয়।

প্রথমে আরা জানব কিভাবে আপলোড দিতে হয়। তারপর শো করানো।

তো চলুন শুরু করা যাকঃ

আপলোড দেয়ার জন্য আপনাকে ওই ক্যাটাগরি বা ফাইলে যেতে হবে। মনে করি আপনি Islamik Mp3 Music Pograms ফাইলে আপলোড দিবেন। চলুন ওখানে যাই.....

আপনার সাইটে লগিন করুন→ Content Manager→ Music→ Full Mp3 Music Zone→ Islamik Mp3 Music Pograms→দেখুন উপরে Upload লেখা আছে ওখানে ক্লিক করুন। এখন Choose… এ ক্লিক করলে মোবাইলের বা পিসির ফাইল মেনেজারে প্রবেশ করবে। ওখান থেকে খুজে আপনার ইচ্ছে মত আপলোড দিতে পারবেন। এতে আপনার ওই গান অনুযায়ী মেগাবাইট কাটবে।

যদি মেগাবাইট কাটা ছাড়াই আপলোড দিতে চান তাহলে Upload via url এ ক্লিক করুন। এবং খালি ঘরে যে গান আপলোড দিতে চাচ্ছেন তার URL দিয়ে আপোড দিন।



এবার আসি কিভাবে শো করাবেন সে আলোচনায়ঃ

প্রথমে একটা কাজ করে নিতে হবে সাইটে ঢুকে এভাবে যান :: EDIT SITE (#) ::→ Global settings→ Forum এখানে Enable WCODE লেখাটা খুজে বের করুন। এবং ডানপাশে টিক দিয়ে নিচ থেকে Set এ ক্লিক করুন।



আপনার অবশ্যই মনে আছে আমরা একটা Forum বানিয়েছিলাম Last update নামে। ওটার মধ্যে ঢুকে দেখুন New theme লেখা আছে, এখানে ক্লিক করে দুটি ঘর পাবেন। প্রথমটাতে আপনার ইচ্ছেমত কিছু একটা লিখুন। যাই লেখবেন এটা শো করবে না। তবে এখানে লেখাটা জরুরী।



আর দ্বিতীয় ঘরেই আমাদের আসল কাজ। এখানে যা লিখবেন তাই লাস্ট আপডেটে শো করবে। এখন কিভাবে লেখা মোটা চিকন এবং লেখার ভিতরে কিভাবে লিংক দিবেন তা আপনাদেরকে দেখাচ্ছি।



এই পুরো কাজটিই wapka এর BBCODE দিয়ে করতে হবে। bbcode গুলো দেখে নিন
BB Code Of bdyousufctg.blogspot.com
textলেখাকে বোল্ড করার জন্য ব্যবহার করুন।
textলেখাকে আন্ডারলাইন করতে ব্যবহার করুন।
textলেখাকে ইটালিক করতে ব্যবহার করুন
[small]text[/small]ফন্ট ছোট করে লিখতে ব্যবহার করুন।
[color=COLOR_CODE/NAME]text[/color]লেখাকে কালার করার জন্য ব্যবহার করুন।
[bg=Color Code]text[/bg]লেখাকে বেকগ্রাউন্ড করার জন্য ব্যবহার করুন।
http://domain.comলিন্ক তৈরী করতে ব্যবহার করুন।
Link nameবিভিন্নরকম নাম দিয়ে লিন্ক বানান।
[Image: jpg,png,gif]পোস্টে ছবি যুক্তকরার জন্য ব্যবহার করুন।
[br]নতুন লাইন তৈরী করতে ব্যবহার করুন।
Code:
WML/XHTML Code
কোড শেয়ার করলে এটা ব্যবহার করুন এতে অন্যেরা সহজেই পোস্ট কপি করতে পারবে।
[user]User Name[/user]ইউজার নেম মেনশন করুন।
[marquee]text[/marquee]চলমান টেক্স্ট লিখতে ব্যবহার করুন
[theme=themeID]optional text[/theme]অন্য টপিক শেয়ার করতে ব্যবহার করুন।
আমি শুধু একটি example দিবে এর থেকে আপনার বুঝে নেয়ার চেষ্টা করুন। যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন।
[b*] Latest Bangla Album Song: [*/b]Anonder Gaan 3 (2016)- Ft. Kumar Bishwajit, Kazi Shuvo & Eleyas Hossain Bangla Mixed Mp3 Album -[*url=http://Megatips.gq] [128 Kbps][*/url] - [*url=http://Megatips.gq] [192 Kbps] [/ur*l]-[*url=http://Megatips.gq] [Zip File][*/url]


remove all *

লেখালেখী আর ভালো লাগছে না। তাছাড়া শরীরটাও খারাপ লাগছে। তাই পর্বটা এখানেই শেষ করছি। আপনারা যদি মনে করেন কোন একটি টিপস দেয়া বাকি রেখেছি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।



আল্লাহ হাফেজ।
২০১৭ সালের সেরা ডিজাইনের ডাউনলোড সাইট Full Part(পর্ব - ১-৭)