Forums.Likebd.Com
আপনার মোবাইলের ব্যাটারিকে বাঁচাতে চান ? করুন এই ৫টি কাজ - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: মোবাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=2)
+---- Thread: আপনার মোবাইলের ব্যাটারিকে বাঁচাতে চান ? করুন এই ৫টি কাজ (/showthread.php?tid=300)



আপনার মোবাইলের ব্যাটারিকে বাঁচাতে চান ? করুন এই ৫টি কাজ - Hasan - 01-13-2017

১. টাইপ করার সময় ভাইব্রেশন অপশনটি অফ করে দিন: প্রতিটি ‘কি’ টাইপ করার সময়ে যদি আপনার ফোনটি মৃদু ভাইব্রেট করতে থাকে তাহলে আপনার মোবাইলের ব্যাটারিতে বেশি চাপ পড়ে।
২. কালো রং-এর ওয়ালপেপার রাখুন হোম স্ক্রিনে: এমনটা করলে আপনার ফোনের অ্যামোলেড ডিসপ্লে-টি নিষ্ক্রিয় হয়ে থাকে। ফলে দীর্ঘজীবী হয় ব্যাটারি।
৩. অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে আপনার লোকেশন ট্র্যাক করার অপশনটি অফ করে দিন: যত বেশি সংখ্যক অ্যাপ আপনার মোবাইলের লোকেশন ট্র্যাক করবে, তত বেশি চাপ পড়বে আপনার মোবাইলের ব্যাটারিতে। যে অ্যাপগুলির লোকেশন জানার প্রয়োজন নেই, সেটিংগসে গিয়ে সেগুলির লোকেশন ট্র্যাকিং অপশনটি অফ করে রাখুন।
৪. অ্যান্ড্রয়েড আপডেট করাতে ভুলবেন না: অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে ব্যাটারি ও মেমোরি অপটিমাইজেশন উন্নত হয়। ফলে ব্যাটারি পারফর্মেন্সও উন্নত হয়।
৫. হোম স্ক্রিনে থাকা অপ্রয়োজনীয় উইজেটগুলিকে রিমুভ করে দিন: যত বেশি উইজেট রাখবেন হোম স্ক্রিনে, তত বেশি ইনফরমেশন আসতে থাকবে আপনার ফোনে। এতে কাজের সুবিধা হলেও আপনার ফোনের ব্যাটারি ক্ষয় হয় অতি দ্রুত। -এবেলা