Forums.Likebd.Com
[কবিতা] কিছু কিছু সম্পক বুঝি এমনই হয় - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: কবিতা সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=54)
+---- Forum: কষ্টের কবিতা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=55)
+---- Thread: [কবিতা] কিছু কিছু সম্পক বুঝি এমনই হয় (/showthread.php?tid=3132)



কিছু কিছু সম্পক বুঝি এমনই হয় - Md Saad - 07-10-2017

কিছু কিছু সম্পক বুঝি এমনই হয়
কোন কুল নেই, কোন পাড় নেই
টিক যেন অন্ধকারময়ী নদীতে
বইঠা ছাড়া নৌকার মত।

কিছু কিছু মানুষ থাকে
যারা সব জানা সত্তেও ওই নৌকার মাঝি হয়
তাদের মাঝে কোন ভয় থাকে না
থাকেনা কোন হারাবার কষ্ট

তারা যত যাই হোক মাঝি হবেই
আর নৌকাকে তীরএ আনতে না পারলে
সকলের চোখের অগোচরে কাঁদবে
কাওকে বুঝতে দেয় না সেই আর্তনাদ
কাওকে সে তার কষ্টের ভাগিদার বানাতে চায় না।

তাদের কান্নার শব্দ যেন
কেও শুনতে চায় না
কেও জানতে চায় না
কেও বুজতে চায় না।

তার জীবনটা টিক নদীর ঢেউের মত
ঢেউ যেমন অাছড়ে পড়ে নদীর কুলে
তেমনি তার সপ্ন গুলকেও অাছড়ে পড়তে
তার কিছু করার থাকেনা।

তবুও সে সপ্ন দেখে
তার সপ্ন সত্যি হবার
সে জানে একবার নয়
বারবার মুখ থুবড়ে পরতে হবে তার
তীরে যাবার জন্য।

সে তীরে যাবার যুদ্ধজয়ী না হলেও
জীবন যুদ্ধে সে জয়ী।

সে পারত তীরে ফিরতে যদি
তীরের মানুষটি তাকে
একটি বারের জন্য হলেও দেখত।

তাইতো মানুষ বলে
সম্পর্ক সব কাছে থেকে না দূর থাকে ও হয়
যেখানে একজন থাকে নৌকায়
অপরজন তীরে দাড়িয়ে
তবুও নৌকা ভিড়তে পারেনা তীরে
অপেক্ষমান থাকে মাঝ নদীতে
ওই মানুষটির আশায়।

ইতি
সপ্ন কারিগর