Forums.Likebd.Com
[বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: কম্পিউটার (http://forums.likebd.com/forumdisplay.php?fid=3)
+---- Thread: [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! (/showthread.php?tid=3150)



হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! - OsM Nazmul - 08-27-2017

► প্রতি পার্টিশনে অন্তত ২০%
ফাকা জায়গা রাখুন।
► নিয়মিত ডিফ্র্যাগ করুন।
► সপ্তাহে একবার বুট টাইম
ডিফ্র্যাগ করুন। অর্থাৎ
পেজফাইল, হিবারফিল
ইত্যাদি সহ সিস্টেম ফাইল
ডিফ্র্যাগ করুন।
► হার্ডডিস্ক এর তাপমাত্রা
মনিটর করুন। দরকার হলে
ক্রিটিকাল তাপমাত্রা সেট
করে দিন যেন বেশি গরম
হয়ে গেলে আপনি
নোটিফিকেশান পান।
► হার্ডডিস্ককে ধুলাবালি
থেকে দূরে রাখুন। মনে
রাখবেন ছোট্ট একটা কণা
যা আপনার মাথার চুলের
দশভাগের একভাগ সেটা
আপনার ডিস্ক হেডকে নষ্ট
করে দিতে পারে।
► ইউপিএস ব্যবহার করুন।
► ব্যাকআপের জন্য রেইড
বানিয়ে ফেলুন।
► ছয়মাস বা একবছর পর পর
সুযোগ পেলে হার্ডডিস্ক এর
সকল ডাটা ব্যাকআপ নিয়ে
ডিস্ক লো লেভেল ফরম্যাট
করে নিন। এতে ব্যাড সেক্টর
সহ কোন সমস্যা থাকলে তা
দূর হয়ে যাবে।
► উইন্ডোজ এর ইনডেক্সিং
বন্ধ করে দিন। ইনডেক্সিং
এর মাধ্যমে উইন্ডোজ
হার্ডডিস্ক এর সকল ফাইল এর
লিস্ট তৈরি করে এবং সার্চ
করলে দ্রুত ফলাফল দেখায়।
কিন্তু ইনডেক্স এর কারণে
অযথাই ডিস্ক ঘুরতে থাকে
এবং শক্তি বা ব্যাটারি
ক্ষয় হয়।


RE: হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! - Hasan - 08-27-2017

nice tips....