Forums.Likebd.Com
উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+---- Forum: ইসলামি বিধান (http://forums.likebd.com/forumdisplay.php?fid=32)
+---- Thread: উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে? (/showthread.php?tid=3195)



উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে? - Ragu - 09-16-2017

প্রশ্ন : কোন সুরাকে উম্মুল কোরআন বলা হয়?
উত্তর : কোরআনে কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ
সুরাটিই হচ্ছে উম্মুল কোরআন। সেটি হচ্ছে সুরাতুল ফাতিহা।
উম্মুল কোরআন অর্থ কোরআনের মা। তাই একটি হাদিসের
মধ্যে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নামাজের মধ্যে
সুরা ফাতিহা পড়ল না, তাঁর নামাজটা হচ্ছে বাতিল বা অপরিপূর্ণ,
অপরিপূর্ণ, অপরিপূর্ণ’। সুরা ফাতিহার এত গুরুত্ব যে, তিনি এই
সুরাকে কোরআনে কারিমের মা হিসেবে আখ্যায়িত
করেছেন।
কোরআনে কারিমের যে বক্তব্য, তার সারাংশ হচ্ছে সুরাতুল
ফাতিহা। তাই একে উম্মুল কোরআন বলা হয়ে থাকে। কেউ
যদি সুরা ফাতিহার অর্থ উপলব্ধি করতে পারেন তাহলে বুঝতে
পারবেন যে, কোরআনে কারিমে কী বলা হয়েছে।
মানুষের জীবনযাত্রা সম্পর্কে মৌলিক কথা এই সুরাতেই
বলে দেওয়া হয়েছে।
সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''