Forums.Likebd.Com
স্বামী খুশি হয়ে স্ত্রীর নামে জমি লিখে দিতে পারবে কি? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+--- Thread: স্বামী খুশি হয়ে স্ত্রীর নামে জমি লিখে দিতে পারবে কি? (/showthread.php?tid=3215)



স্বামী খুশি হয়ে স্ত্রীর নামে জমি লিখে দিতে পারবে কি? - Hasan - 11-21-2017

প্রশ্ন : আমি জমি-সংক্রান্ত ব্যাপারে কিছু জানতে চাই। সেটা হচ্ছে যে, আমার স্বামী খুশি হয়ে আমাকে তাঁর জায়গা-জমি থেকে যদি কিছু অংশ আমাকে লিখে দেয়, সেটি ইসলামে কতটুকু জায়েজ? 

উত্তর : ইসলামে সম্পত্তি বণ্টনের বিষয়ে বিধান দেওয়া আছে, উত্তরাধিকার আইন রয়েছে। সেই আইন অনুযায়ী, আপনাকে সম্পত্তি লিখে দেওয়ার বিষয়টি ইসলামে জায়েজ নেই। 

আপনার স্বামী যে বলেছেন, এইভাবে লিখে দেওয়ার বিষয়টি জায়েজ নেই—এটিই শুদ্ধ বক্তব্য।

অন্যান্য ওয়ারিশদের বাদ দিয়ে তিনি আপনাকে জমি লিখে দেবেন—এটি তাঁর জন্য উচিত হবে না। যদি আপনাকে জমি লিখে দেন, তাহলে অন্যান্য ওয়ারিশদেরও তাঁকে জমি লিখে দিতে হবে। এই কাজটি মূলত শুদ্ধ নয়। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে হস্তক্ষেপ। আল্লাহতায়ালার বিধানের মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করেন, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। এই কাজটি হারাম হবে। 

সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''