Forums.Likebd.Com
প্রতিষ্ঠানের কর্তা অমুসলিম হলে কি সালাম দেওয়া যাবে? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+--- Thread: প্রতিষ্ঠানের কর্তা অমুসলিম হলে কি সালাম দেওয়া যাবে? (/showthread.php?tid=3216)



প্রতিষ্ঠানের কর্তা অমুসলিম হলে কি সালাম দেওয়া যাবে? - Hasan - 11-21-2017

প্রশ্ন : চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা হিন্দু হলে বা অন্য ধর্মের হলে তাঁদের তো আমাদের সালাম দিতে হয় বা সালাম না দিয়েও পারি না। সে ক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা কী হতে পারে? 

উত্তর : সালামের যে অভিবাদন আছে, সেটি দেবেন না। আপনি আপনার বসের ধর্মের যে অভিবাদন রয়েছে, সেটি দেবেন। যেমন : আপনার বস খ্রিস্টান হলে তাঁকে ‘গুড মর্নিং’ দেবেন, হিন্দু হলে ‘আদাব’ বলবেন। 

সম্মানের যেই শব্দগুলো আছে, যেগুলোর মধ্যে ধর্মীয় কোনো ধরনের বিষয় জড়িত নেই বা হারাম কোনো বিষয় নেই, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, সেটি জায়েজ আছে।অন্য ধর্মাবলম্বীদের কেউ যদি আপনাকে সালাম দেয়, তাহলে আপনি উত্তরে ‘ওয়ালাইকুম’ বলবেন।

সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন