কোনও শুভ কাজে নারকেল ফাটানো হয় কেন? - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: অন্যান্য ও মজা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=9) +---- Forum: জানা ও অজানা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=16) +---- Thread: কোনও শুভ কাজে নারকেল ফাটানো হয় কেন? (/showthread.php?tid=3229) |
কোনও শুভ কাজে নারকেল ফাটানো হয় কেন? - Hasan - 11-21-2017 বাস্তবে এবং বহু ছায়াছবিতে দেখা যায় কোন শুভ কাজের পূর্বে নারকেল ফাটানো হয়। কখনও হাসপাতালের উদ্বোধন, কখনও ছবির শুভ মহরৎ অথবা গৃহপ্রবেশ কিন্তু কেন নারকেল ফাটানোর এই রীতি প্রচলিত হয় জানেন কি? বিভিন্ন কারণ শোনা যায় এই নিয়ে, আর তা নিয়ে বিতর্কও রয়েছে৷ উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে নারকেলের ব্যবহার বেশি হয়ে থাকে৷ কারণ হিসেবে বলা হয় সেখানে নারকেল গাছের সংখ্যা বেশি, এবং আঞ্চলিক ভাবে যে জিনিসের প্রাচুর্য থাকে‚ সেটাই হয়ে যায় দেবতার প্রসাদ৷ উত্তর ভারতের ক্ষেত্রে যেমন বেল অন্যতম৷-কলকাতা২৪ শোনা যায়, হিন্দু পুরাণ অনুযায়ী‚ নারকেল নাকি সৃষ্টি করেছিলেন বিশ্বামিত্র মুনি এবং একে শ্রীফল বা মহাফলও বলা হয়ে থাকে৷ বহু সমাজবিজ্ঞানীদের মতে, শুভ কাজের আগে নারকেল ফাটানোর সঙ্গে জড়িয়ে রয়েছে নরবলির প্রাচীন রীতি৷ নরবলি বর্বরতা-নিষ্ঠুরতার পরিচায়ক মনে করে তার স্থান নেয় নারকেল৷ যাকে নরমুণ্ডর বিকল্প হিসেবে ধরা হয়৷ অন্যদিকে, প্রাচীন স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় ‘কোকো’মানে মানুষের মাথা, তার থেকেই ‘কোকোনাট’ শব্দের জন্ম৷ পাশাপাশি নারকেলের চোখের জন্য একে নরমুণ্ড হিসেবে মনে করার ক্ষেত্রেও সুবিধা হয়৷ নারকেল ফাটানো অর্থে অনেকে মনে করেন, ঈশ্বরের সামনে নিজের অহঙ্কার বিসর্জন দেওয়া৷ |