Forums.Likebd.Com
মাউস দিয়েই একাধিক ফাইল নির্বাচন করুন ! - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: কম্পিউটার (http://forums.likebd.com/forumdisplay.php?fid=3)
+---- Thread: মাউস দিয়েই একাধিক ফাইল নির্বাচন করুন ! (/showthread.php?tid=327)



মাউস দিয়েই একাধিক ফাইল নির্বাচন করুন ! - Hasan - 01-13-2017

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল বা
ফোল্ডার থেকে পছন্দমতো একাধিক নির্দিষ্ট ফাইল
নির্বাচন করতে Ctrl চেপে ধরে সেই ফাইল নির্বাচন
করতে হয়। কিন্তু চাইলেই উইন্ডোজ ৭ এবং ভিস্তা
অপারেটিং সিস্টেমে Ctrl বোতাম ছাড়াই মাউস
দিয়ে একাধিক ফাইল বা ফোল্ডার নির্বাচন করা
যায়।
কাজটি করতে ডেস্কটপ থেকে Computer-এ ঢুকে
Organize মেনু থেকে Folder Option খুলুন।
ফোল্ডার অপশন খুলে গেলে View ট্যাব থেকে Use
check boxes to select items-এ টিক চিহ্ন দিয়ে OK করুন।
এবার প্রতিটি ফাইলের পাশে আলাদা চেক বক্স
দেখাবে।
আপনার যে যে ফাইল বা ফোল্ডার দরকার তার বাঁ
পাশে টিক চিহ্ন দিলে সেটি নির্বাচিত হয়ে যাবে।
প্রয়োজনে নির্বাচিত ফাইল বা ফোল্ডার কপি
কিংবা সরানো (মুভ) যাবে।