গল্প : সাদা-কালো - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14) +---- Forum: জীবনের গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=44) +---- Thread: গল্প : সাদা-কালো (/showthread.php?tid=3289) |
গল্প : সাদা-কালো - Abir - 01-02-2018 গল্প : সাদা-কালো লিখেছেন : আরাফাত স্বপনীল একটা প্রশ্ন বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে !! ....একটা মেয়েকে আমরা কিভাবে বিচার করি ?? তার শিক্ষাগত যোগ্যতা নাকি তার সুন্দর চেহারা ?? এ প্রশ্নটি যে কারো কাছে করে দেখুন সে কিছু না ভেবেই উত্তর দিবে শিক্ষাগত যোগ্যতা । .....যদি সেটাই হয় তবে অনার্স পাস করা মেয়েটার বিয়ে কেন মেট্রিক অথবা ইন্টার পাশ করা ছেলের সাথে হয় !! আসলে সবার কথা কি বলব আমি নিজেকে দিয়েই প্রমানটা পাচ্ছি..... ....কিছুদিন আগে আইডিয়াল এর একটা মেয়ে কতৃক প্রোপোজ পাই মেয়েটা দেখতে একটু কালো ছিল তাই সাত-পাচ না ভেবেই ইগনর করে দেই । আমি জানি সবাই এখন আমাকে খারাপ ভাবসে কিন্তু দোষটা কি সত্যিই আমার !! ....মেয়েটা আমার থেকে পড়াশুনায় ভাল । আমার থেকে ফেমিলি ষ্টাটাসও ভাল তাহলে সমস্যাটা কোথায় ?? ....সমস্যাটা আমার নয় সমস্যাটা আমার আশেপাশের মানুষদের , আমার ফেমিলির , আমার বেচমেট আমার বাইরের বন্ধুদের । .....আমি যদি মেয়েটার সাথে প্রেম করি তাহলে বন্ধুরা বলবে " কি মেয়ের সাথে প্রেম করিস !! এর থেকে ভাল মেয়ে তোর কপালে ঝুটলা না ? .....মেয়েটাকে বিয়ে করলে বাসায়ও , রিলেটিভ এমনকি সবার কাছেও টিককারি সহ্য করতে হবে । কেউ কেউ উক্তিও ছেড়ে দিবে "পিরিতের পেত্নী কালাও ভাল" .... তাহলে দেখুন ভাল এর ডেফিনেশন হচ্ছে কে কত বেশি সুন্দরী এর মাধ্যমে । .....কখনও কি দেখেছেন লাক্স সুপার ষ্টার কোন কালো মেয়ে হয়েছে ?? .....আমরা সবাই সুন্দরের পাগল। আমার মনে হয়, এই সমস্যা আব্রাহাম লিংকন , মেন্ডেলারা হাজার বার জন্ম নিলেও সমাধান করতে পারবে না । .....পৃথিবী দুইটা হলেই ভাল হত । একটাতে কালোরা থাকবে আরেকটাতে সুন্দররা তাহলে কেউ কাউকে অবহেলা করতে পারত না । post: হেমন্তে বর্ষায় আমি |