Forums.Likebd.Com
[গল্প] ভর-দুপুর - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: জীবনের গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=44)
+---- Thread: [গল্প] ভর-দুপুর (/showthread.php?tid=3290)



ভর-দুপুর - Hasan - 01-02-2018

## ভর-দুপুর
লিখেছেন : আরাফাত স্বপনীল
.....কলেজ শেষ করে একটা কাজে ঢাকা ভার্সিটির
দিকে যাচ্ছিলাম ।
শাহবাগ নেমে মামাকে ফোন দিলাম জানা গেল
সে ব্যস্ত কি আর করা....চিন্তা করলাম
সোহরাওয়ার্দী উদ্যানে ঘন্টা খানেক সময় পার
করে দিয়ে আসলেই হয় ।
....গাছে নিচে খালি একটা বেঞ্চ পেয়ে বসলাম ।
এখানে-ওখানে প্রেমিক-প্রেমিকারা গল্প করছে ।
এরা এখন কিছুটা বেপরোয়া । ভর-দুপুর হল
বেপরোয়া সময় । কেউ তাদের
দেখছে কি দেখছে
নাহ এটা নিয়ে তাদের কোনো মাথাব্যাথা নেই ।
একটা লোক একটা মেয়ের গায়ের নানান জায়গায়
হাত দিচ্ছে । মেয়েটি খুব সম্ভবত
নামিদামি একটা
কলেজে পরে । কিছু একটা বলতে ইচ্ছে করছে ।
কিন্তু পরক্ষনে নিজেকে সামলে নিলাম শুধু শুধু
একটা গন্ডগোল পাকিয়ে কি লাভ !!
.....স্কুল ড্রেস পরা বাচ্চা বাচ্চা মেয়েদেরও দেখা
যায়। এরা স্কুল ফাকি দিয়ে আসে । একটা আইন
কি থাকা উচিত নাহ ?? -আঠারো বছর বয়স
না হলে ছেলেবন্ধুর সাথে পার্কে আসতে পারবে না

.....আইন যারা করেন তাদের এই
দুপুরে পার্কটা
দেখাতে পারলে ভাল হত। কিন্তু
কি লাভ ??
যারা এখন আইনের রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে
যায় তাহলে দেশটায় পশ্চিমা সংস্কৃতির
অনুপ্রবেশ কে রুখবে ??
post: হেমন্তে বর্ষায় আমি