Forums.Likebd.Com
[গল্প] মহাকাল ধরে দাঁড়িয়ে থাকা এক অশ্বথ বৃক্ষ! (কোন গল্প নয় । একটা অনুভূতি) - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: জীবনের গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=44)
+---- Thread: [গল্প] মহাকাল ধরে দাঁড়িয়ে থাকা এক অশ্বথ বৃক্ষ! (কোন গল্প নয় । একটা অনুভূতি) (/showthread.php?tid=3291)



মহাকাল ধরে দাঁড়িয়ে থাকা এক অশ্বথ বৃক্ষ! (কোন গল্প নয় । একটা অনুভূতি) - Hasan - 01-02-2018

মহাকাল ধরে দাঁড়িয়ে থাকা এক অশ্বথ বৃক্ষ! (কোন গল্প নয়
। একটা অনুভূতি)
RJ Oggy
আমার মুঠো ভর্তি ছিলো শুভ্র বকুল ফুল। আর আমার ছায়া
মুঠোয় ভরে আগলে রাখলো সাগর পাড়ের বালি। আমি
তাকে কথা দিয়েছিলাম বকুল ফুল যেদিন ঝরে মাটিতে
লুটাবে আমি সেদিন তাকে একটা নিঝুম সাগর উপহার দিবো।
স্নিগ্ধ সকাল ফুরালো...
খাঁখাঁ দুপুর গড়ালো...
বিকেল গোধুলি ছুঁই ছুঁই করলো...
আর আমি বহুদিন ধরে খুঁজে পাওয়া সম্পদের মত বকুলফুল
গুলোকে বুকের মাঝে গেঁথে ফেললাম।
শান্ত বাতাস ছড়িয়ে দিলো ছায়ার সব বালুকনা। সেই থেকে
আমি অন্ধ। পৃথিবীর সব রূপ-রস আর সুন্দরের ধরা ছোঁয়ার
বাইরে দাঁড়িয়ে থাকা এক অন্ধ দাঁড়কাক।
আমি চেয়েছিলাম এক ঝাঁক জোনাকির দল মেলা বসাক আমার
শোবার ঘরে। আমি বহুকাল ধরে অন্ধকারাচ্ছন্নতায় জমে
আছি।
--"তুমি অন্ধ, তুমি পাপাচ্ছন্ন, তুমি অভিশপ্ত। আমরা তোমাকে
ঘৃনা করি। আমরা আলো জ্বালবো না তোমার ঘরে।"
উফ!! কি নির্দয়ভাবে কথা বলে জোনাকিরা। আমাকে বুঝো
না তোমরা! কিংবা বুঝো তবে বড্ড বেশি ভুল বুঝো।
আমি অনন্তকাল ধরে স্বচ্ছ ঝাড়বাতিটাকে আগলে ধরে
বেঁচে আছি।
আমার হাতদুটো বড্ড ক্লান্ত হয়ে আছে।
আমি সিদ্ধান্ত নিলাম সবকিছুর সমাপ্তি ঘটিয়ে আজ ঠিক ঠিক ঝরে
পড়বো।
সেই পরিচিত বাতাসটা আমাকে ধরে ফেললো- শুধু আমি
জানতাম না, আমি অন্ধ ছিলাম বলে।
আমি যেহেতু পৃথিবীর সব সুন্দরের ধরা ছোঁয়ার বাইরে
ছিলাম তাই আমার কোন পিছুটান কিংবা দুঃখবোধ ছিলো না।
আমি বাতাসকে বললাম-"তুমি আমাকে গলা টিপে মেরে
ফেলো।"
আমি মৃত ছিলাম কিংবা মরা টিকটিকির মত বেঁচে রইলাম
আমি শ্যাওলা ছিলাম কিংবা দিঘীর বুকে নেমে যাওয়া ষোলটি
সিঁড়ি
আমি ঘুমন্ত দুটো চোখ ছিলাম কিংবা
চোখের কোনে পাথর হয়ে পড়ে থাকা এক আকাশ
কান্না ছিলাম।
আমি তোমাকে ধরে ছিলাম অথচ তোমার মাঝে ছিলাম না
আমি বিষাদ জমে থাকা গাঢ় কোন নীল ছিলাম কিংবা
ঘুনে খাওয়া নামহীনা এক আকাশ
আমি "আমি" ছিলাম তবে নেই এর মাঝে ভেসে
আমি নেই আর আছি'র মাঝে
মহাকাল ধরে দাঁড়িয়ে থাকা এক অশ্বথ বৃক্ষ!
post: হেমন্তে বর্ষায় আমি