Forums.Likebd.Com
আমি আর বলবো না তুমি ভালবাস আমাকে - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: গল্প সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=14)
+---- Forum: জীবনের গল্প (http://forums.likebd.com/forumdisplay.php?fid=44)
+---- Thread: আমি আর বলবো না তুমি ভালবাস আমাকে (/showthread.php?tid=3293)



আমি আর বলবো না তুমি ভালবাস আমাকে - Hasan - 01-02-2018

আমি আর বলবো না তুমি ভালবাস
আমাকে,
বলবো না আর কাঁদিওনা...
শুধু বলবো আর কাঁদতে পারছিনা,
এত কষ্ট কেন দিলে ভালবেসে ।
এই কথাটার জবাব কে দিতে পারবে...?
আমরা যখন কাউকে ভালবাসি তখন
আবেগ
থাকে বেশি...
যখন মন বিনিময় হয়ে যায়
তখন মোড় ঘুরে মনের।
গভীর হতে থাকে ভালবাসা আর তখন
বেড়ে যায়
মনের চাহিদা।
কারো চিন্তাধারা পবিত্র আর
কারো মতলব
অপবিত্র। পবিত্র ভালবাসা চির অমর
সার্থহীন।
তোমরা যারা যারা সুবিধা বাদি প্রেমিক/
প্রেমিকা অপবিত্র ভালবাসার
আগ্রহী।
তারা কখনো ভালবাসতে পারো না।
ভালবাসার নামে মিথ্যা বলে প্রণয়/
প্রণয়ী সেজেছ।
তোমরা স্বার্থপর, তোমরা পৃথীবির
শ্রেষ্ঠ লোভী.
.
লেখক --- জল
post: হেমন্তে বর্ষায় আমি