ফেসবুকে রঙিন ব্যাকগ্রাউন্ডের স্ট্যাটাস দেবেন যেভাবে - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1) +---- Forum: ফেসবুক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=4) +---- Thread: ফেসবুকে রঙিন ব্যাকগ্রাউন্ডের স্ট্যাটাস দেবেন যেভাবে (/showthread.php?tid=347) |
ফেসবুকে রঙিন ব্যাকগ্রাউন্ডের স্ট্যাটাস দেবেন যেভাবে - Hasan - 01-13-2017 এখন স্ট্যাটাসের যুগ। পান থেকে চুন খসলেই জনপ্রিয় সামাজিক মাধ্যমে বন্ধুদের জানাতে স্ট্যাটাস দেওয়া চাই। সম্প্রতি ফেইসবুকের নিউজ ফিডে হয়ত দেখে থাকবেন রঙিন ব্যাকগ্রাউন্ড যুক্ত স্ট্যাটাস। অনেকে এমন বাহারি পোস্ট দিতে পেরে বেশ আনন্দিত। প্রথম দেখায় অনেকের মনে হয়েছিল এমন ব্যাকগ্রাউন্ড কোনো ফটো এডিটর দিয়ে যুক্ত করা হয়েছে। আসলে ঘটনা তেমন নয়, এটি মূলত ফেইসবুকের একটি নতুন ফিচার। ফিচারটি অনেক ব্যবহারকারী পেয়েছেন। ফিচারটি পেতে ফোনে থাকা ফেইসবুকের সর্বশেষ অ্যাপটি আপডেট করে নিতে হবে। কিভাবে এটি ব্যবহার করতে হবে তা তুলে ধরা হলো এ টিপসে। ব্যাকগ্রাউডযুক্ত স্ট্যাটাস দিতে ফেইসবুক অ্যাপ লগইন করতে হবে। তারপর স্ট্যাটাস দেওয়ার অপশনে যেতে হবে। সেখানে ‘whats on you mind?’-এ স্থানে কোনো কিছু লেখার জন্য ক্লিক করলে নিচের দিকে অনেকগুলো গোল আকারের রঙ দেখা যাবে। সেখান থেকে পছন্দমত রঙটি নির্বাচন করে নিতে হবে। তাহলে দেখা যাবে স্ট্যাটাস লেখার অংশটি রঙিন হয়ে যাবে। তারপর ‘whats on you mind?’’ লেখার স্থানে স্ট্যাটাসটি লিখে পোস্ট বাটনে ক্লিক করতে হবে। তাহলে রঙ্গিন ব্যাকগ্রাউডযুক্ত স্ট্যাটাস লেখা হয়ে যাবে। যেসব ব্যবহারকারী এখনও আপডেটটি পাননি তারা অপেক্ষা করুন। |