Forums.Likebd.Com
[অনলাইন আয়] অনলাইন থেকে আয় - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: অনলাইন আয় (http://forums.likebd.com/forumdisplay.php?fid=8)
+---- Thread: [অনলাইন আয়] অনলাইন থেকে আয় (/showthread.php?tid=3524)



অনলাইন থেকে আয় - mamun sarker - 12-02-2020

অনলাইন থেকে আয়, এই শব্দটি প্রতিদিন হাজারো মানুষ সার্চ করে থাকে, কেনো সার্চ করে জানেন? কারন তারা অনলাইন থেকে আয় করার পদ্ধতি শিখে আয় করতে চায়, কিভাবে অনলাইন থেকে আয় করবে তা শিখতে চায়। ইন্টারনেটের সহজ লভ্যতার কারনে মানুষ ঝুকছে অফলাইন থেকে অনলাইনে। ইন্টারনেট যে কতটা প্রভাব ফেলেছে আমাদের উপর, জীবন যাত্রার দিকে খেয়াল করলেই বুঝা যায়।
প্রযুক্তির উন্নতি সাথে সাথে মানুষ গুলিও যেন যন্ত্র হয়ে যাচ্ছে। এখন আর হাজার মাইলের দুরে গিয়ে কেউ চাকুরি করার কথা ভাবেনা। ঘরে বসে কিভাবে আয় করা যায় সেটির দিকেই প্রাধান্য দিচ্ছে বেশি। অনলাইন থেকে আয়ের নিজস্ব কৌশল খুজছে মানুষ। অনেকের অনলাইন আয়ের পথ ইতিমধ্যে তৈরী হয়ে গেছে। আর যারা এখনও শুরু করতে পারেনি তারাই হয়তো এই আর্টিকেলটি পড়ছেন। না হলে “অনলাইন থেকে আয়” লিখে কেনো সার্চ করেছেন!! যাই হোক আপনাকে স্বাগতম।
অনলাইন থেকে আয়ের যেমন অসংখ্যা রাস্তা রয়েছে, রয়েছে তেমনি প্রতারিত হওয়ার সুযোগ। রাতারাতি কোটি হওয়ার স্বপ্ন দেখে পরের দিন রাস্তায় বসতে হয়। পৃথিবীর কোথাও রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ নেই। যদি না চুরি, ডাকাতি, ছিনতাই, টেন্ডারবাজি,চাদাবাজি না করে। তাহলে হয়তো বলতে পারেন এখন যারা কোটিপতি আছে তারা কিভাবে হয়েছে। আপনি যদি সঠিক খোজ নিয়ে দেখেন, তাহলে দেখবেন কোটিপতি সকলেরই পিছনের গল্পগুলো আপনাকে একটু হলেও নাড়া দেবে। যাই হোক সেদিকে যাচ্ছি না। বিস্তারিত জানতে https://www.infoplusbd.com/2020/09/blog-post_16.html