ঝটপট মাটন ফ্রাই - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34) +---- Forum: রেসিপি টিপস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=36) +---- Thread: ঝটপট মাটন ফ্রাই (/showthread.php?tid=398) |
ঝটপট মাটন ফ্রাই - Hasan - 01-14-2017 দুপুরে অথবা রাতের মেন্যুতে ঝটপট কোনও আইটেম রাখতে চাইলে মাটন ফ্রাই হতে পারে চমৎকার অপশন। নান রুটি অথবা গরম ভাতের সঙ্গে মজাদার এই আইটেমটি স্বাদেও নিয়ে আসবে ভিন্নতা। • জেনে নিন কীভাবে তৈরি করবেন মাটন ফ্রাই.... উপকরণ খাসির সেদ্ধ ও পানি ঝরানো মাংস- আধা কেজি রসুন - ৪টি (বাটা) টমেটো- ১টি লাল মরিচ- ১০টি (বাটা) ভিনেগার- ১ চা চামচ সরিষার তেল- ১ চা চামচ আদা- ১টি (বাটা) পেঁয়াজ- ১টি জিরা- ১ চা চামচ (বাটা) লবণ- স্বাদ মতো হলুদ- ২ চিমটি গরম মসলা গুঁড়া- ১ চা চামচ প্রস্তুত প্রণালি মরিচ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন পানিতে। লবণ ও হলুদ দিয়ে খাস্যার মাংস সেদ্ধ করুন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিন। কিছুক্ষণ মৃদু আঁচে নাড়ুন। পেঁয়াজ বাদামি রং হয়ে আসলে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। জিরা ও মরিচ বাটা এবং সেদ্ধ খাসির মাংস দিয়ে দিন প্যানে। কিছুক্ষণ নেড়ে ভিনেগার দিন। মাংসে কালচে রং ধরে আসলে নামিয়ে রুটি অথবা ভাতের সঙ্গে পরিবেশন করুন। |