Forums.Likebd.Com
মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: মোবাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=2)
+---- Thread: মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! (/showthread.php?tid=4)



মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! - Hasan - 12-25-2016

দরকারি ফাইল ডিলিট হয়ে গেছে মোমরি কার্ড থেকে? চিন্তা নেই। ডিলিট হয়ে যাওয়া ফাইল আবার ফিরিয়ে আনার পুনরুদ্ধার করা সম্ভব।

❏ এ জন্য প্রথমেই – http://filehippo.com/download_recuva ঠিকানায় গিয়ে Recuva নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ফরম্যাট করা কার্ডটা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন।

❏ এবার সফটওয়্যারটি রান করে নেক্সট বাটনে ক্লিক করুন। এর ফলে নতুন একটি পপ-আপ বক্স খুলে যাবে। যে ফাইলটি আপনি রিকভার করতে চান, সেটা কী ধরনের ফাইল ছিল, সেই অপশনে ক্লিক করুন। ইমেজ হলে ইমেজ ফাইল। পি ডি এফ হলে পিডিএফ।

❏ তারপরে ‘In a specific location’ ক্লিক করে মোমোরি কার্ডটি সিলেক্ট করুন । এর পর Enable a deep scan অপশনে টিক দিয়ে Start ক্লিক করুন। এখন কয়েক মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার মোমোরি কার্ড থেকে ফরমেট হয়ে যাওয়া ফাইল রিস্টোর হয়ে গেছে ।


RE: মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! - bdyousufctg - 07-08-2017

##thanks....good post...


RE: মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! - Hasan - 07-10-2017

welcome bro