![]() |
মঙ্গলগ্রহে বিশাল আকারের চামচের সন্ধান! - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: বিজ্ঞান ও প্রযুক্তি (http://forums.likebd.com/forumdisplay.php?fid=13) +---- Forum: বিজ্ঞান জগৎ (http://forums.likebd.com/forumdisplay.php?fid=38) +---- Thread: মঙ্গলগ্রহে বিশাল আকারের চামচের সন্ধান! (/showthread.php?tid=425) |
মঙ্গলগ্রহে বিশাল আকারের চামচের সন্ধান! - Hasan - 01-14-2017 ভিন্নগ্রহবাসীর অস্তিত্বে বিশ্বাসী একদল মানুষ দাবি করেছেন, মঙ্গলগ্রহে চামচের সন্ধান পাওয়া গেছে। নাসার প্রকাশিত মঙ্গলের ছবি বিশ্লেষণ করে তারা একটি চামচ পেয়েছেন। তাদের ধারণা, কোনো এক সময় এই লাল গ্রহে সভ্যতা ছিল এবং শনাক্ত করা চামচটি বিলুপ্ত সেই সভ্যতার মানুষদের। ইউএফও হান্টার নামে একটি ইউটিউব চ্যানেল মঙ্গল গ্রহে বিশাল একটি চামচ পাওয়ার দাবি করে এ- সংক্রান্ত ছবি পোস্ট করে। এরপর অসংখ্য মানুষ তা শেয়ার করে। ইন্টারনেটে ভিনগ্রহবাসীদের নিয়ে সরব থাকা স্কট সি ওয়ারিং এক মন্তব্যে লিখেছেন, ‘মঙ্গলগ্রহে নাসার মার্স কিউরিওসিটি রোভারের কাছে একটি চামচ পাওয়ার ঘটনা সত্যিই দারুণ আবিষ্কার।’ এর আগেও মঙ্গলগ্রহের ছবিতে একটি চামচ পাওয়ার দাবি করেন গবেষকরা। আগেরটির সঙ্গে দ্বিতীয় চামচটির হুবহু মিল রয়েছে। এটিকে চামচ বলা হলেও মূলত তিন কোণাকৃতির বস্তু এটি। গবেষকদের দাবি, খাবার গ্রহণের সময় এই তিন কোণাকৃতির বস্তু ব্যবহার করতেন মঙ্গলের বিলুপ্ত সভ্যতার মানুষ। তবে ছবি বিশ্লেষণ করে অনেক ধারণা করা হলেও পরে বেশির ভাগ ক্ষেত্রে তা ঠিক থাকে না। |