কী দেখে বুঝবেন তিনি ‘আতঙ্কিত’ - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: অন্যান্য ও মজা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=9) +---- Forum: মজার সবকিছু (http://forums.likebd.com/forumdisplay.php?fid=84) +---- Thread: কী দেখে বুঝবেন তিনি ‘আতঙ্কিত’ (/showthread.php?tid=439) |
কী দেখে বুঝবেন তিনি ‘আতঙ্কিত’ - Hasan - 01-14-2017 v ফুটপাতে চলতে গিয়ে কেউ যদি ডানে বামে পিছনে ঘনঘন মিটমিট করে তাকান, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। v বাজারের ব্যাগ শার্টের নিচে লুকিয়ে রেখে যদি কেউ জিনিসের দাম জিজ্ঞেস করে আর দাম শুনে দাঁত দিয়ে জিভ চেপে ধরে, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। v স্ত্রীর চোখ রাঙানিতে স্বামী যদি টিভি রিমোটের দখল ছেড়ে দেয়, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। v কেউ যদি তার গার্লফ্রেন্ডকে ফেসবুক ইউজ করতে নিষেধ করে, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। v পাঁচ টাকা দিয়ে টিকেট কিনেও যদি কেউ টয়লেটের সিরিয়াল না পায়, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। v আপনার শিশুর হাতে খেলনা পিস্তল দেখে যদি কেউ ‘ও মাগো-বাঁচাও’ বলে চিত্কার দেয় অথবা ‘হ্যান্ডস আপ’ করে বলে ‘আমাকে জানে মারবেন না’, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। v তেলাপোকা দেখে যদি কেউ ‘ও মাগো’ বলে চিত্কার দেয়, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। v আপনার অফিসের মহিলা কলিগের সঙ্গে ফোনে কথা বলাকে আপনার বউ যদি ভালো চোখে না দেখে, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। v দোকানের শাটার বন্ধের শব্দে কেউ যদি হেঁচকা দৌড়ে আধা কিলোমিটার গিয়ে থামে এবং বুকে থুঁ থুঁ দেয়, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। v চলন্ত সিঁড়িতে যদি কেউ একবার ডান পা আবার বাম পা আবার ডান পা উঠাতে চেয়েও উঠায় না, তাহলে বুঝবেন তিনি আতঙ্কিত। RE: কী দেখে বুঝবেন তিনি ‘আতঙ্কিত’ - Nur - 02-10-2017 দারুন হয়েছে ভাই RE: কী দেখে বুঝবেন তিনি ‘আতঙ্কিত’ - Hasan - 02-12-2017 (02-10-2017, 09:40 PM)Nur Wrote: দারুন হয়েছে ভাই Thank you Vai... |