Forums.Likebd.Com
[ইসলামিক] কোনো অমুসলিমকে কোরআন হাদিয়া দেয়া যাবে কী? - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: ইসলামিক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=11)
+--- Thread: [ইসলামিক] কোনো অমুসলিমকে কোরআন হাদিয়া দেয়া যাবে কী? (/showthread.php?tid=49)



কোনো অমুসলিমকে কোরআন হাদিয়া দেয়া যাবে কী? - Hasan - 01-09-2017

অমুসলিম ব্যক্তির যদি কোরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখে এবং এই বিষয় যদি নিশ্চিত হওয়া যায় তাহলে তাকে কোরআন হাদিয়া দেয়া যাবে কারণ হতে পারে তাকে এই কুরআন দেয়ার কারণে সে দ্বীনের আলো পেয়ে যেতে পারে।


একজন অমুসলিম কুরআন পড়তে চায়। আমার মনে হয় তাকে কুরআন দিলে সে কুরআনের সাথে বেয়ায়াবী করবে না। এমন ব্যক্তিকে কি কুরআন হাদিয়া দেয়া যাবে?

অমুসলিম ব্যক্তির যদি কোরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখে এবং এই বিষয় যদি নিশ্চিত হওয়া যায় তাহলে তাকে কোরআন হাদিয়া দেয়া যাবে কারণ হতে পারে তাকে এই কুরআন দেয়ার কারণে সে দ্বীনের আলো পেয়ে যেতে পারে। অবশ্য সে নাপাক থাকলে সে অজু ও গোসলের মাধ্যমে পবিত্র হয়ে তবেই সে কোরআন ধরবে। এই পদ্ধতি তাকে অবশ্যই শিখিয়ে দিতে হবে। [ফাতাওয়া রহীমিয়া ৬-২৮৩]