[ম্যাজিক টিপস]এক বেলুনের হাওয়া অন্য বেলুনে পাঠানোরম্যাজিক !!! - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: অন্যান্য ও মজা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=9) +---- Forum: জাদু বিদ্যা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=88) +---- Thread: [ম্যাজিক টিপস]এক বেলুনের হাওয়া অন্য বেলুনে পাঠানোরম্যাজিক !!! (/showthread.php?tid=582) |
[ম্যাজিক টিপস]এক বেলুনের হাওয়া অন্য বেলুনে পাঠানোরম্যাজিক !!! - Hasan - 01-15-2017 রেডিও স্টেশন থেকে বেতার তরঙ্গে গান, বাজনা ভেসে আসে । আমরা হাজার হাজার মাইল দূরে বসে অনায়াসে তা শুনতে পাই রেডিও মারফত্। তেমনি যাদুকরেরা এক জায়গা থেকে হাওয়া ছেড়ে অন্য জায়গায় সেই হাওয়া ধরতে পারেন যাদুর কৌশলে । এই জিনিসটা হাতে কলমে করে দেখাবার জন্যে যাদুকর একটা রবারের বেলুন একজন দর্শকের হাতে দিয়ে তাকে সেটা ফুলাতে বললেন । আর একটা বেলুন যাদুকর নিজের হাতে রাখলেন । এইবার দর্শককে তার বেলুনটা থেকে একটু করে হাওয়া ছাড়তে বলা হলো । দর্শক যখন তার ফুলানো বেলুনটা থেকে একটু করে হাওয়া ছাড়ছেন, তখন যাদুকরের হাতের বেলুনটা আপনা আপনি ফুলে উঠতে লাগলো ঐ হাওয়া ঢুকে ! এ ঘটনা দেখে কে না অবাক হবে ? ঘটনাটা অবাক হবার মত হলেও কৌশলটা কিন্তু খুবই সহজ । দর্শকের হাতে যে বেলুনটা দেওয়া হলো সেটা অতি সাধারণ বেলুন । কোন কৌশলই নেই ওতে । আর যাদুকরের হাতের যে বেলুনটা থাকলো তার মধ্যে এক টুকরো ভিজে তুলো দেওয়া আছে । তাছাড়া ঐ বেলুনটার মুখের কাছে একটুকরো ক্যালশিয়াম কারবাইড(গ্যাস বাতি জ্বালাতে যা কাজে লাগে) আঙ্গুল দিয়ে চেপে ধরা আছে যেন ভেতরে না পড়ে যায় । দর্শক যখন তার ফোলানো বেলুন থেকে একটু একটু করে হাওয়া ছাড়তে আরম্ব করেছেন, তখন যাদুকর আঙ্গুলটা একটু আলগা করতেই কারবাইডের টুকরোটা ভেতরে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে মুখটা আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখলেন । কারবাইডের সাথে পানির রাসায়নিক ক্রিয়ায় এসিটিলিন গ্যাস আপনা আপনি তৈরি হয়ে বেলুন ফুলতে থাকবে । বেশ খানিকটা ফোলবার পর মুখটা একটু খুলে রাখতে হবে যাতে বেশি গ্যাস তৈরি হয়ে বেলুনটা ফেটে না যায় । **গ্যাসবাতির দোকানে গ্যাসের মশলা নামে বিক্রি হয় টিউনটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন এবং যেহেতু আমি নতুন টিউনার তাই ভুল হলে দিকনির্দেশনামূলক সমালোচনা করবেন বলে আশা করি । |