ঘরোয়া পদ্ধতিতে মাছি তাড়ানোর টিপস - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34) +---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17) +---- Thread: ঘরোয়া পদ্ধতিতে মাছি তাড়ানোর টিপস (/showthread.php?tid=612) |
ঘরোয়া পদ্ধতিতে মাছি তাড়ানোর টিপস - Hasan - 01-15-2017 অনলাইন ডেস্ক: সারা দিন কানের কাছে ভন ভন করে মাছি। বিরক্তিকর মাছি তাড়াতে আমাদের কত কিছুই না করতে হয়। তবু যেন নিস্তার পাওয়া কঠিন। অন্যদিকে রোগ-জীবাণু বয়ে বেড়ানোর ক্ষেত্রেও একে টপকে ফেলার মতো পোকামাকড় কমই আছে। তবে ঘরোয়া পদ্ধতিতেই মাছি তাড়াতে পারেন আপনি। এতে আপনি যেমন নিরাপদ থাকবেন, তেমনি আপনার চারপাশও সুরক্ষিত থাকবে। ১) পুদিনা শুধু মন ভেজানো শরবত তৈরি, ঠাণ্ডার উপসম কিংবা ত্বককে স্বস্তি দেয়ার কাজটিই করে না। বরং মাছি তাড়াতেও বেশ সহায়ক ভূমিকা রাখে। ২) নেটের তৈরি একটা ব্যাগে লবঙ্গ মুড়িয়ে ঝুলিয়ে দিতে পারেন দরজা কিংবা জানালার পাশে। দেখবেন মাছি প্রবেশ করবে না ঘরে। ৩) খাবারে মাছি বসা অরুচিকর বটে। সেক্ষেত্রে যেকোনো খাবার ঢেকে রাখুন। অথবা মাছির উপদ্রব থেকে খাবারকে রক্ষা করতে খাবারের পাশে একটা পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিতে পারেন। এতে মাছি আসবে না ধারেকাছেও। ৪) ঘরে যদি ইউক্যালিপটাস তেল থাকে, তাহলে এটাকেও কাজে লাগাতে পারেন মাছি তাড়ানোর মহৌষধ হিসেবে। |