স্যামসাং ঠিক কত বড়? - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: রিভিউ সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=41) +---- Forum: মোবাইল ফোন রিভিউ (http://forums.likebd.com/forumdisplay.php?fid=42) +---- Thread: স্যামসাং ঠিক কত বড়? (/showthread.php?tid=623) |
স্যামসাং ঠিক কত বড়? - Hasan - 01-15-2017 স্যামসাং গ্যালাক্সি নোট ৭ দুর্ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছিল এই ক্ষতি কী স্যামসাং সামলে উঠতে পারবে? তাদের জন্য এখানে উল্লেখ করা যেতে পারে, মুঠোফোন ব্যবসার পাশাপাশি স্যামসাংয়ের আরও অনেক ব্যবসা আছে যা থেকে প্রতিবছর প্রচুর আয় হয় স্যামসাংয়ের। একটা উদাহরণ দেওয়া যেতে পারে। স্যামসাংয়ের ৪০ কোটি বর্গফুটের একটি জাহাজ নির্মাণকেন্দ্র আছে। অন্যভাবে বললে যা গড়পড়তা ৫ হাজার ২০৪টি ফুটবল মাঠের সমান। পৃথিবীর সবচেয়ে উঁচু দালান বুর্জ আল খলিফা নির্মাণ করেছে স্যামসাং। এমন অনেক শিল্পের সঙ্গে জড়িত এই প্রতিষ্ঠান। সংখ্যায় স্যামসাং ৩০ হাজার ৫০০ কোটি ডলার ২০১৪ সালে মোট আয় ১ হাজার ৪০০ কোটি ডলার ২০১৩ সালে শুধু বিজ্ঞাপনে খরচ করেছে ৪ লাখ ৮৯ হাজার কর্মী অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি ১৭ শতাংশ দক্ষিণ কোরিয়ার মোট জিডিপিতে স্যামসাংয়ের অংশ ১ হাজার ৪১০ কোটি ডলার ২০১৫ সালে গবেষণা ও উন্নয়নে স্যামসাংয়ের ব্যয় অন্যদিকে একই খাতে অ্যাপলের ব্যয় ৬০০ কোটি এবং গুগলের ব্যয় ৯৮০ কোটি ডলার প্রায় ৬০ কোটির বেশি সিপিইউ চিপ অ্যাপলের আইফোন ৪, ৪এস, ৫ ও ৫এস-এর সিপিইউ চিপ সরবরাহ করেছে স্যামসাং সূত্র: টুফিটেক ডটকম *Collected* |