Forums.Likebd.Com
নতুন গ্রাহক সেবাকেন্দ্র - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: বিজ্ঞান ও প্রযুক্তি (http://forums.likebd.com/forumdisplay.php?fid=13)
+---- Forum: বিবিধ টেক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=40)
+---- Thread: নতুন গ্রাহক সেবাকেন্দ্র (/showthread.php?tid=629)



নতুন গ্রাহক সেবাকেন্দ্র - Hasan - 01-15-2017

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার ব্লক বি অংশে গত বৃহস্পতিবার নতুন গ্রাহক সেবাকেন্দ্র উদ্বোধন করেছে হুয়াওয়ে। এ নিয়ে গত এক মাসে ঢাকার উত্তরা ও সাভার ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও রাজশাহীতে নতুন আটটি সেবাকেন্দ্র উদ্বোধন করেছে হুয়াওয়ে। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে হুয়াওয়ের মোট ১৪টি সেবাকেন্দ্র এবং ৫৪টি কালেকশন পয়েন্ট রয়েছে। এ ছাড়া একটি হটলাইন নম্বর (০৯৬১০৭৭৭৭৭৭) চালু করেছে হুয়াওয়ে। এই নম্বরে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রাহক সেবা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি