কথা বলে ছবি সম্পাদনা! - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: বিজ্ঞান ও প্রযুক্তি (http://forums.likebd.com/forumdisplay.php?fid=13) +---- Forum: বিবিধ টেক (http://forums.likebd.com/forumdisplay.php?fid=40) +---- Thread: কথা বলে ছবি সম্পাদনা! (/showthread.php?tid=632) |
কথা বলে ছবি সম্পাদনা! - Hasan - 01-15-2017 ছবি সম্পাদনা করতে হাত লাগাবেন কেন? মুখে মুখে ফটোশপকে নির্দেশনা দিন, কাজ হয়ে যাবে। অ্যাডোব সম্প্রতি প্রটোটাইপ ভার্চ্যুয়াল অ্যাসিসট্যান্ট বা সহকারী তৈরি করছে, যা ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি সম্পাদনা করতে সক্ষম। গত বছরের নভেম্বরে অ্যাডোব ম্যাক্স ২০১৬ সম্মেলনে অ্যাডোব সেনসেই ঘোষণার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাপ্লিকেশন তৈরির কথা জানিয়েছিল অ্যাডোব কর্তৃপক্ষ। সম্প্রতি অ্যাডোব তাদের নতুন উদ্যোগের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে অ্যাডোবের তৈরি অ্যাপ্লিকেশনে কণ্ঠস্বরচালিত ভার্চ্যুয়াল সহকারী কীভাবে কাজ করবে তা দেখানো হয়েছে। ছবি ও ভিডিও সম্পাদনার পাশাপাশি কথা বলে ওই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করার বিষয়টিও ভিডিওতে দেখানো হয়েছে। অ্যাডোব কর্তৃপক্ষ জানিয়েছে, কণ্ঠস্বরভিত্তিক ইন্টারফেস ব্যবহার করে ছবি সম্পাদনার প্রথম পদক্ষেপ এটি। অ্যাডোব মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে ছবি খোঁজা ও সম্পাদনার জন্য এটি তৈরি করা হয়েছে। কবে নাগাদ এটি উন্মুক্ত করা হবে তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: এনডিটিভি। |