Forums.Likebd.Com
প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন! - Printable Version

+- Forums.Likebd.Com (http://forums.likebd.com)
+-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228)
+--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1)
+---- Forum: মোবাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=2)
+---- Thread: প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন! (/showthread.php?tid=734)



প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন! - Hasan - 01-15-2017

প্যাটার্ন লক দেয়ার অভ্যাস আমাদের প্রায় প্রত্যেকেরই। কিন্তু অনেকসময়ই মাথায় সেই প্যাটার্ন আর মনে থাকে না। ফলে নিজের ফোন নিজেই আর খুলতে পারা যায় না।

আপনার সাথেও যদি এরকম হয়, তাহলে কী করবেন?

কী করে আবার খুলবেন ফোনটা?

১) প্রথমেই আপনার ফোনটা সুইচ অফ করে ফেলুন।

২) এবার তিনটে সুইচ একসাথে প্রেস করুন। ভলিউম আপ, পাওয়ার ও হোম।

৩) এবার আপনার ফোন 'রিকভারি মোডে' চলে যাবে।

৪) স্ক্রল ডাউন করুন ভলিউম সুইচ দিয়ে।

৫) পাওয়ার সুইচ দিয়ে সিলেক্ট করুন 'ওয়াইপ ডেটা/ ফ্যাক্টরি রিসেট'।

৬) এবার সিলেক্ট করুন 'ইয়েস'।