সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করবেন না - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34) +---- Forum: লাইফ স্টাইল (http://forums.likebd.com/forumdisplay.php?fid=17) +---- Thread: সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করবেন না (/showthread.php?tid=790) |
সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করবেন না - Hasan - 01-16-2017 একজন মানুষের ভেতর সব গুণ মজুদ থাকে না। এটা যেমন আপনার বেলায় সত্যি, তেমনি সত্যি আপনার সঙ্গীর বেলায়ও। তাই সঙ্গীর দোষগুণ নিয়ে কখনো অন্যের সঙ্গে তুলনা করতে যাবেন না। তুলনা করার মাধ্যমে যে আক্ষেপ তৈরি হয়, সেটাই সম্পর্কে দূরত্ব তৈরি করে। অন্যের সম্পর্কের সঙ্গে নিজের সম্পর্কের তুলনা করা বোকামি। সম্পর্ক কীভাবে গড়বেন, তা একান্তই আপনার ওপর। কী কী কারণে সম্পর্কে তুলনা করবেন না, তা জানিয়েছে বোল্ডস্কাই। দেখে নিন সেই কারণগুলো। ১. অস্বচ্ছ ঘটনা আপনার বন্ধুর সাংসারিক অবস্থা দেখে ভাবতে পারেন, সে খুব সুখে আছে। এ কারণে বাসায় ফিরে সঙ্গীর কাছ থেকে একই আচরণ আশা করেন অনেকে। কিন্তু বন্ধুটি সত্যি যে তার সঙ্গীর সঙ্গে খুশি, তা সত্য নাও হতে পারে। তাই অন্যকে দেখে কোনো কিছু তুলনা করবেন না। ২. সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণা ফেসবুকে আপনার পরিচিত কোনো দম্পতি হাসিখুশিতে থাকা ছবি পোস্ট করল। তার মানে এই নয় যে তারা আসলেই সুখী। তাদের হাসির অন্তরালে অনেক কষ্ট থাকতে পারে, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় না। তাই ফেসবুকে কোনো ছবি দেখেই সেটা দ্বারা প্রভাবিত হয়ে তুলনা করা উচিত নয়। ৩. সকলেই স্বতন্ত্র এই পৃথিবীতে প্রত্যেক মানুষ একে অপরের চেয়ে ভিন্ন। তাই অন্যের সঙ্গীর সঙ্গে নিজের সঙ্গীর তুলনা করা উচিত নয়। ৪. আপনার জীবনে ভিন্ন প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবারে জন্ম নেয় এবং তাদের জীবনযাত্রার মানও ভিন্ন হয়। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করলে তা অনেক বড় ভুল হবে। ৫. আপনার ধারণা ভুল হতে পারে অনেক সময় আমরা ভুল কিছু ধারণা করি। কারো উপরি জীবন হাসিখুশি দেখে আমরা ধরে নিই, তারা খুব ভালো আছে। কিন্তু এই ধারণা যে ভুল হতে পারে, তা অনেকের অজানা। তাই উপরিভাগ দেখে তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। |